অ-পেশাদার বিনিয়োগকারীদের জন্য ক্রিপ্টো নিয়মবিধিতে বদল Russia-র! - onlinewebsite24

Sunday, October 10, 2021

অ-পেশাদার বিনিয়োগকারীদের জন্য ক্রিপ্টো নিয়মবিধিতে বদল Russia-র!

এই সময় ডিজিটাল ডেস্ক: রাশিয়ার নীতিনির্ধারকরা অ-পেশাদার বিনিয়োগকারীদের যে ভাবে বিনিয়োগে মেতেছে তা থেকে তাদের " রক্ষা " করার জন্য একটি নতুন আইন নিয়ে কাজ করছেন। এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে ৷ আর্থিক বাজার বিষয়ে রাশিয়ান স্টেট ডুমা কমিটির চেয়ারম্যান আনাতোলি অক্সাকভ বিশ্বাস করেন , ক্রিপ্টো-ঝুঁকি থেকে খুচরা বিনিয়োগকারীদের রক্ষা করার জন্য রাশিয়ার নতুন আইন গ্রহণের প্রয়োজন রয়েছে। বর্তমানে রাশিয়ায় ক্রিপ্টোর ভবিষ্যত সংক্রান্ত বিষয়টা অস্পষ্ট দেখাচ্ছে । যদিও তার সরকার রাশিয়ার নিজস্ব নিয়ন্ত্রিত ডিজিটাল মুদ্রা তৈরির কথা জানিয়েছে , তবে $ 1,300 ( মোটামুটি 97,500 টাকা ) এবং $ 13,000 ( মোটামুটি 9.7 লক্ষ টাকা ) এর মধ্যে অঘোষিত ক্রিপ্টোকারেন্সি দেশে রাখা হলে তা জেল ও জরিমানাযোগ্য অপরাধ বলে গণ্য হবে। রাশিয়ান নিউজ পোর্টাল ইন্টারফ্যাক্স অক্সাকভকে উদ্ধৃত করে বলেছে ,‘‘ আমাদের নিবিড় মনোযোগের বিষয় এখন ডিজিটাল সম্পদ , এবং এখানে আমরা ডিজিটাল মুদ্রা এবং ডিজিটাল সম্পদে বিনিয়োগ করার সময় আমাদের নাগরিকদের যথাসম্ভব সুরক্ষিত রাখার দিকে নজর দেব, কারণ এটি একটি নতুন ব্যবস্থা , এবং অদক্ষ বিনিয়োগকারীদের জন্য এটি একটি বেশ কঠিন কাজ ৷ ” এই সপ্তাহের শুরুর দিকে, অক্সাকভ আর্থিক উপভোক্তা সুরক্ষায় নজর সংক্রান্ত বিষয়ে ভাষণ দিচ্ছিলেন যেখানে তিনি এমন বিবৃতি দিয়েছিলেন। তবে এখনও পর্যন্ত , এই আইন কবে কার্যকর হবে তা এখনও স্পষ্ট নয়। দাম বাড়ার পর বিটকয়েন আবার $ 1 ট্রিলিয়ন ডলারের মার্কেট ক্যাপে পৌঁছেছে ৷ রাশিয়ার সরকারী কর্তারা চিন্তিত , যে কোন দিন যদি ক্রিপ্টো মার্কেট একেবারে শূন্যে পতিত হয় , তাহলে শুধু রাশিয়ান ক্রিপ্টো-বিনিয়োগকারীদের কষ্ট করতে হবে না কারণ এটি রাশিয়ার সার্বিক অর্থনীতিতে প্রভাব ফেলবে। ক্রিপ্টো-ট্রেডিং সংক্রান্ত রাশিয়ার কঠোর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও, 77 শতাংশ রাশিয়ান বিনিয়োগকারীরা বিশ্বাস করেন যে ক্রিপ্টোতে বিনিয়োগ করাটাই ‘‘ সবচেয়ে আধুনিক বিনিয়োগ ’’, যা রাশিয়ার অ্যাসোসিয়েশন অফ ফরেক্স ডিলার্সের সাম্প্রতিক প্রতিবেদন অগস্টে মাসে প্রকাশিত হয়েছে । গত বছর , রাশিয়া সরকার ক্রিপ্টোকে সম্পূর্ণ নিষেধাজ্ঞার আওতায় না আনার সিদ্ধান্তে এসেছিল । 1 জানুয়ারি, 2021 থেকে, রাশিয়ায় ক্রিপ্টোকারেন্সিকে " অনুমোদিত " ঘোষণা করা হয়েছিল - কিন্তু পণ্য ও পরিষেবার বিনিময় হিসাবে ব্যবহার করা যাবে না। ফোর্বসের এক প্রতিবেদনে বলা হয়েছে , রাশিয়ানরা ক্রিপ্টোকারেন্সি মাইন , ব্যবসা এবং ধরে রাখতে পারবে - কিন্তু তাদের পেমেন্ট বিকল্প হিসেবে ব্যবহার করলে সেই সব লোকজনকে জেলে যেতে হতে পারে। Read More :


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3v6CIwz
via IFTTT

No comments:

Post a Comment