
এই সময় ডিজিটাল ডেস্ক: বিচারক বলে কি চোখে-চোখে কথা বলতে নেই? দিব্যি আছে। হাজারবার আছে। তাছাড়া চোখে-চোখে কথা তো বিচারক হওয়ার আগে। দু’জনেই যখন পড়ুয়া। অর্থাৎ পরীক্ষক হওয়ার আগে তখন পড়ুয়া-জীবন। তখনই মুখে কথা না হলেও চোখে কথা হত দু’জনের। একজন সিনিয়র, আরেকজন ‘হট জুনিয়র’। তা সেই জুনিয়রের কথাই ভাগ করে নিলেন শার্ক ট্যাঙ্কের বিচারক-ইনভেস্টর অশনীর গ্রোভার। অশনীর আইআইএমের পড়ুয়া ছিলেন। যেখানে তাঁর জুনিয়র ছিলেন শার্ক ট্যাঙ্কের আর এক বিচারক-ইনভেস্টর বিনীতা সিং। অশনীরের কথায়, ‘‘বিনীতা ছিল যাকে বলা যায় হট জুনিয়রদের একজন। কখনও আমাদের মুখে কথা হয়নি। কিন্তু চোখে-চোখে অনেকবার কথা হয়েছে।’’ অশনীর এক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে শার্ক ট্যাঙ্কের অন্য বিচারকদের সম্পর্কে এবং তাঁদের সঙ্গে তাঁর পরিচয় এবং সম্পর্ক নিয়ে সহজভাবে অনেক কথা বলেছেন সম্প্রতি। প্রসঙ্গত, অশনীর, বিনীতা ছাড়াও শার্ক ট্যাঙ্কের অন্য পাঁচজন বিচারক-ইনভেস্টর হলেন পীযূস বনশল (লেন্সকার্টের সিইও ও যুগ্ম প্রতিষ্ঠাতা), অনুপম মিত্তল (শাদি.কমের সিইও প্রতিষ্ঠাতা), নমিতা থাপর (এমকিওর ফার্মাসিউটিক্যালের এগজিকিউটিভ ডিরেক্টর), আমন গুপ্ত (বোট-এর সহ প্রতিষ্ঠাতা) এবং গজল অলঘ (মামাআর্থ-এর সহ প্রতিষ্ঠাতা)। অশনীর ভারতপে-র সহ প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন ম্যানেজিং ডিরেক্টর এবং বিনীতা হলেন সুগার কসমেটিকস-এর সিইও এবং সহ প্রতিষ্ঠাতা। খোলামেলা আলাপচারিতায় অশনীর বলছিলেন যে তিনি অনুপমকে আগে থেকেই চিনতেন। অনুপমের একটি প্রজেক্টে বিনিয়োগের কথা হলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। অশনীরের কথায়, ‘‘ওকে না করে দিতে বাধ্য হয়েছিলাম।’’ আমন আর অশনীর একসঙ্গে শার্ক ট্যাঙ্কের জন্য অডিশন দিয়েছিলেন। ফলে তাঁদের মধ্যে আলাদা সখ্য গড়ে উঠেছে তা বলেছেন অশনীর। তাঁর কথায়, ‘‘লেন্সকার্টের মাধ্যমে পীযূসকে সবাই চেনে আর নমিতাকে আমি শো-তে এসেই চিনেছি। এখানেই প্রথমবার আলাপ হয়েছে আমাদের।’’ শার্ক ট্যাঙ্ক সম্পর্কেও অশনীর অনেক কিছু বলেছেন। বলেছেন তাঁরা এপিসোড পিছু কত টাকা পেয়েছেন সে সম্পর্কে তৈরি হওয়া জনশ্রুতি সম্পর্কেও। অকপট অশনীর বলছেন, ‘‘অনেকে বলছে আমরা এপিসোড পিছু 10 লক্ষ টাকা পেয়েছি। সত্যি বলতে আমরা এই শো-তে টাকা পাওয়ার জন্য আসিনি। ফলে 10 কেন, 5 লক্ষ টাকা পেলেই খুশি হতাম! কিন্তু এই শো থেকে অর্থ উপার্জন আমাদের লক্ষ্য ছিল না। বরং আমরা চুক্তিভিত্তিক কর্মী ছিলাম যাঁরা ঘণ্টার পর ঘণ্টা শুধু কাজই করে গিয়েছি।’’
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Mxs3QGi
via IFTTT
No comments:
Post a Comment