খিদিরপুরে লরিতে পিষ্ট গাড়ি, মর্মান্তিক মৃত্যু তৃণমূল কাউন্সিলরের পুত্রর - onlinewebsite24

Saturday, August 27, 2022

খিদিরপুরে লরিতে পিষ্ট গাড়ি, মর্মান্তিক মৃত্যু তৃণমূল কাউন্সিলরের পুত্রর

খিদিরপুরে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হল তৃণমূল কাউন্সিলরের ছেলের। ৭৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার রাম পেয়ারে রামের ছেলে রাম কিঙ্কর রামের মৃত্যু হয়েছে। লরির চাকায় যে গাড়িটি পিষে গিয়েছে, সেই গাড়িতেই ছিলেন রাম কিঙ্কর রাম। তিনিই গাড়িটি চালাচ্ছিলেন। দমকল ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা গ্যাস কাটার দিয়ে গাড়িটি কেটেই গুরুতর আহত অবস্থায় রাম কিঙ্কর রামকে উদ্ধার করে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়েই SSKM হাসপাতালে যান কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি রাম কিঙ্কর রামের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, খিদিরপুরের বাবুবাজার এলাকায় সারবোঝাই ওভারলোডেড লরিটি একটি চারচাকা গাড়ির উপর উলটে যায়। সেই গাড়ির ভিতরেই চালকের আসনে ছিলেন রাম কিঙ্কর রাম। ৭৯ নম্বর ওয়ার্ডের রাম পেয়ারে রামের ছেলে হলেন রাম কিঙ্কর রাম। গ্যাস কাটার দিয়ে গাড়ি কেটে চালকের আসন থেকে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করা হয়। তারপর তাঁকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত আসছে...


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/Ev54AZn
via IFTTT

No comments:

Post a Comment