ভারতের পাক বধের সেলিব্রেশনে জাতীয় পতাকা প্রত্যাখ্যান? জয় শাহকে নিয়ে তুঙ্গে বিতর্ক - onlinewebsite24

Sunday, August 28, 2022

ভারতের পাক বধের সেলিব্রেশনে জাতীয় পতাকা প্রত্যাখ্যান? জয় শাহকে নিয়ে তুঙ্গে বিতর্ক

দুবাইয়ের শোধ দুবাইয়েই পূর্ণ। টি-২০ বিশ্বকাপে হারের জ্বালা থেকে মুক্তি এশিয়া কাপে ()। পাকিস্তানকে দুরমুশ করে ৫ উইকেটে জয় রোহিতদের। টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচের শেষে গ্যালারিতে যখন ভারতীয়দের অকাল দিওয়ালি তখন প্রবল তরজা শুরু সোশ্যাল মিডিয়ায়। এই জয়ের মুহূর্তে বোর্ড সচিব (BCCI secretary) এবং এশিয়ান ক্রিকেট কাউন্সিল (Asian Cricket Councill) জয় শাহের () এক আচরণে স্তম্ভিত নেটপাড়া। বিরোধীদের অভিযোগ, জাতীয় পতাকাকে অবমাননা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পুত্র (Amit Shah)। যদিও সে ভিডিয়োর সত্যতা খতিয়ে দেখেনি এই সময় ডিজিটাল। এশিয়া কাপের (Asia Cup 2022) হাইভোল্টেজ ম্যাচের (Ind vs Pak) গ্যালারিতে খেলা শেষের পর ছড়াল প্রবল শোরগোল। নেটপাড়ায় ছড়িয়ে পড়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, সবাই ভারতীয়দের জয় উদযাপনে হাততালি, বাহবা দিতে ব্যস্ত। জনৈক ব্যক্তি সেই সেলিব্রেশন মুহূর্তে জয় শাহের দিকে জাতীয় পতাকা এগিয়ে দিচ্ছেন। উত্তরে ভিডিয়োতে দেখা যাচ্ছে, পতাকাটি হাতে না ধরে হাততালি দিতে দিতেই নেতিবাচকভাবে মাথা দোলালেন তিনি। মুহূর্তে ভাইরাল ভিডিয়োটি। জয় শাহের ওই প্রতিক্রিয়ার ভিডিয়োটিকে টুইট করে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাচ্ছে বিজেপি বিরোধী নেতারা। এক নেটিজেন-এর কথায়, ''এই কাজ যদি কোনও অবিজেপি নেতা (Non BJP leader) করত তাহলে বিজেপি আইটি সেল তাঁকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিত। মোদী স্তাবক মিডিয়া গোটা দিন ধরে সেই নিয়ে চর্চা করত। কিন্তু... সৌভাগ্যবশত ও শাহেনশাহর ছেলে জয় শাহ (Jay Shah)।'' জয় শাহের এই প্রতিক্রিয়া নিয়েই প্রবল ক্ষুব্ধ নেটপাড়া। ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। এছাড়াও তিনটে উইকেট নেন হার্দিক পান্ডিয়া। ম্যাচের সেরা হলেন হার্দিক পান্ডিয়া। ভুবনেশ্বর কুমারের মিডিয়াম পেসেও কুপোকাত হয়ে যায় বাবর আজমের দল। উল্লেখ্য, এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে এদিন স্টেডিয়ামে উপস্থিত ছিলেন না বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly) । তাঁর বদলে প্রতিনিধি হিসেবে হাজির ছিলেন বোর্ড সচিব। কেন এমন হাই প্রোফাইল ম্যাচে নেই তিনি, সেই নিয়েও উঠল প্রশ্ন। সৌরভ গঙ্গোপাধ্যায় যেখানে যান তার আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় দেন। অতীতেও দিয়েছেন। কিন্তু এবার কোনও আপডেট দেননি। তাঁর শরীর খারাপের কোনও খবরও নেই। এছাড়া বড় ম্যাচের আগে তিনি কোনও না কোনও মন্তব্য করেন, এবার সেটা করেননি।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/BohaeDS
via IFTTT

No comments:

Post a Comment