যুদ্ধের বার্তা? বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপ মায়ানমারের - onlinewebsite24

Monday, August 29, 2022

যুদ্ধের বার্তা? বাংলাদেশ সীমান্তে মর্টার শেল নিক্ষেপ মায়ানমারের

বাংলাদেশের সীমান্তে (Bangladesh Border) এসে পড়ে দুটি মর্টার শেল। মায়ানমারের দিক থেকে ওই দুটি () ছোড়া হয় বলে অভিযোগ। রবিবার বিকালে ওই দুটি মর্টার শেল এসে পড়ে বাংলাদেশের (Bangladesh) বান্দরবানের ঘুমধুম এলাকায়। মায়ানমারের (Myanmar) সীমান্তের কাছে নাইক্ষ্যংছড়িতে এসে পড়ে ওই মর্টার শেল। তারপরেই ঢাকায় মায়ানমারের রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে ডেকে পাঠায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রক। মায়ানমারের রাষ্ট্রদূতকে সোমবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে এনে ‘নোট ভার্বালের’ মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। এই ঘটনার প্রেক্ষিতে কড়া প্রতিবাদ জানানো হয়েছে বাংলাদেশের তরফে বলে জানানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, “আমরা এই ঘটনার নিন্দা করেছি। মায়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদ জানানো হয়েছে। আগামী দিনে এই রকম ঘটনা যাতে আর না হয় সেই জন্য সতর্ক থাকার জন্য বলা হয়েছে তাঁকে।” উল্লেখ্য, রবিবার বিকালে বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তের জিরো পয়েন্ট সংলগ্ন বান্দরবানের ঘুমধুম এলাকায় ওই দুটি মর্টার শেল এসে পড়ে। মায়ানমারের দিক থেকে আসা ওই মর্টার শেল ধ্বংস করে সেনাবাহিনী-বিজিবির বোমা বিশেষজ্ঞ দল। রাতেই একটি শেল ধ্বংস করা হয়। অন্যটি করা হয় সোমবার। বাংলাদেশের পররাষ্ট্র সচিব বলেন, “বাংলাদেশের সীমান্তে ওই মর্টার শেল এসে পড়ার বিষয়টি দুর্ঘটনাবশত নাকি উদ্দেশ্যপ্রণোদিত, সেটাও খতিয়ে দেখা হচ্ছে।” আগেও বাংলাদেশ এবং মায়ানমার সীমান্তে মর্টার শেল এসে পড়েছিল। সেই সময়েও প্রতিবাদ জানিয়ে ছিল বাংলাদেশ। প্রসঙ্গত, সপ্তাহ দুয়েকের বেশি সময় ধরে সীমান্তের ওপারে রাখাইন রাজ্যে মায়ানমারের সেনাবাহিনীর সঙ্গে আরাকান আর্মির লড়াই চলছে। রবিবার সকালেও দুপক্ষের তুমুল লড়াই হয়। রবিবার দুপুরে সীমান্তে মায়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ও যুদ্ধবিমান চক্কর দিতে দেখা গিয়েছিল বাংলাদেশের সীমান্তে। এরপর বিকালে দুই দেশের সীমান্তে বাংলাদেশর অংশে মর্টার শেল এসে পড়ার ঘটনা ঘটে। আগেই মায়ানমার ছেড়ে বাংলাদেশে চলে এসেছেন লক্ষাধিক রোহিঙ্গা। এখন আবার সেখানে লড়াই শুরু হওয়ার পরে অনেকেই মায়ানমারা ছেড়ে চলে আসছেন। দিন কয়েক আগেই বাংলাদেশের কক্সবাজার এলাকায় রোহিঙ্গা ক্যাম্প ঘুরে দেখেন রাষ্ট্রসংঘের মানবাধিকার শাখার প্রধান। এই রোহিঙ্গাদের নিজেদের দেশে ফিরে যাওয়ার মত পরিবেশ তৈরি করা হবে বলেও আশ্বাস দেন তিনি। আরেকদিকে, বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পে জনসংখ্যা বাড়ছে। গত চারবছরে সেখানে জনসংখ্যা বৃদ্ধি পেয়েছে ১ লাখের বেশি। রোহিঙ্গা জনসংখ্যা বৃদ্ধি পাওয়ায় উদ্বিগ্ন বাংলাদেশ। তাই তাঁরা জাতিসংঘ ()-কে অনুরোধ করেছে গুলিতে পরিবার পরিকল্পনায় জোর দেওয়ার জন্য। কারণ এই জনসংখ্যা বৃদ্ধি কমাতে না পারলে জটিলতা আরও বাড়বে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/IL2KcpU
via IFTTT

No comments:

Post a Comment