বিতর্ক মাঝেই দেশে জারি বিক্রি! পাউডার নিয়ে বড় সিদ্ধান্ত জনসন এবং জনসনের... - onlinewebsite24

Monday, August 22, 2022

বিতর্ক মাঝেই দেশে জারি বিক্রি! পাউডার নিয়ে বড় সিদ্ধান্ত জনসন এবং জনসনের...

বিতর্কে জল! ভারতে আপাতত বিক্রি বন্ধ করবে না, বিতর্কিত মার্কিনি পাউডার প্রস্তুতকারী সংস্থা জনসন এবং জনসন ( )। প্রসঙ্গত, মার্কিন মুলুকে বিতর্কিত এই সংস্থা তাদের পাউডার বিক্রি বন্ধ করেছে দুই বছর আগেই। সারা বিশ্বজুড়ে এই সংস্থার পাউডার বিক্রি করার বিরুদ্ধে একরকম ফতোয়া জারি হয়েছিল। অভিযোগ উটজেছিল, এই সংস্থার তৈরি পাউডারে এমন কিছু কেমিক্যাল ( Chemical) রয়েছে, যা শরীরে ক্যান্দার তৈরি করতে পারে। একাধিক দেশে, এই সংস্থার বিরুদ্ধে মামলা করা হয়েছিল বিক্রি নিয়ে ঠিক সেই কারণেই পাউডার বিকদি একরকমভাবে বন্ধ রেখেছিল সংস্থা। তবে ভারতে সেই নিয়ম কার্যকরী হচ্ছে না। ভারতে আপাতত বিক্রি চলবে জনসন এবং জনসনের ( Johnson and Johnson)। কোম্পানির তরচ থেকে এমনটাই জানানো হয়েছে। ঠিক কী বলা হয়েছে জনসন এবং জনসনের ( Johnson and Johnson) তরফ থেকে? সংস্থার তরফ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছে-- 'আমরা আমাদের বিক্রেতাদের বলছি, জনসন এবং জনসনের ( Johnson and Johnson) বিক্রি কোনওমতেই যেন না বন্ধ না করা হয়। একমাত্র, দেশে এই সংস্থার স্টক শেষ হয়ে গেলে তবেই একমাত্র এই পাউডার বিক্রি বন্ধ হতে পারে।' সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য এমনই। পাশাপাশি, আরও জানা যাচ্ছে, জনসন এবং জনসনের ( Johnson and Johnson) কোনওরকম পরিকল্পনা নেই এই পাউডার ভারতের বাজার থেকে তুলে নেওয়ার। ভারতে এই পাউডার তৈরি যে এখনই তারা বন্ধ করবে না, এমনটাও শোনা যাচ্ছে। Read More: সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, সংস্থার এক অভিজ্ঞ কর্মীর মতে ' আমাদের পাউডারের বিক্রি ভারতের বাজার থেকে তুলে নেওয়ার কোনও পরিকল্পনা নেই। এই পাউডার বিক্রি ভারতে চলবে।' এমনটাই আপাতত জানা যাচ্ছে। পাউডার নিরাপদ বলে জানা যাচ্ছে সংস্থার মতে জনসন এবং জনসনের তৈরি পাউডার সম্পূর্ণভাবে নিরাপদ। তাই ভারতে এই পাউডার তৈরি করা এবং বিক্রি করা হবে। কেন বিক্রি হবে ভারতে? সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী-- ওই অভিজ্ঞ কর্মীর মত হল-- 'জনসন এবং জনসনের পাউডারের উপর নিষেধাজ্ঞা জারি একটি আন্তর্জাতিক সিদ্ধান্ত। কিন্তু, ভারতের ড্রাগ কন্ট্রোল বোর্ড ( Drug Control Board) এই বিষয়টি নিয়ে এখনও পর্যন্ত কোনও 'উত্তর' দেয়নি। তাই জনসন এবং জনসন পাউডার বিক্রি বন্ধ করবে না।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/itNIZ0E
via IFTTT

No comments:

Post a Comment