
"হার মানা হার, পরাব তোমার গলে..." রবিবার উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের ২৮ নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠানে এসে গান গাইলেন বারাসতের বিধায়ক ()। রবীন্দ্র সংগীত "হার মানা হার, পরাব তোমার গলে..." গানটিই গাইলেন তৃণমূল বিধায়ক। তারপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দল সম্পর্কে ও দলে নিজের অবস্থান স্পষ্ট করেন চিরঞ্জিৎ। দলনেত্রীর প্রতি আনুগত্য প্রকাশ করে তিনি বলেন, "দলের বেসিক লোকটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি, তাঁর নীতি-আদর্শকে পছন্দ করি। তাই আছি।" এদিন মধ্যমগ্রাম ২৮ নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে কেবল মাইক হাতে নিয়ে একেবারে খালি গলায় গান ধরেন অভিনেতা তথা বিধায়ক চিরঞ্জিৎ চক্রবর্তী। তারকা বিধায়কের (Chiranjeet Chakraborty) গলায় গান শুনে আপ্লুত হয়ে পড়ে ছাত্র-ছাত্রীরা। রাজ্য-রাজনীতির বর্তমান পরিস্থিতিতে তৃণমূল বিধায়কের "হার মানা হার, পরাব তোমার গলে..." গানটি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গান গাওয়ার পর এদিন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দল সম্পর্কে নিজের অবস্থানও স্পষ্ট করে দেন চিরঞ্জিৎ ()।বর্তমান পরিস্থিতিতে দলের অবস্থান নিয়ে তিনি কোনও অস্বস্তিতে আছেন কিনা সাংবাদিকদের প্রশ্নের জবাবে বারাসতের তারকা বিধায়কের অকপট জবাব, "কিছুটা অস্বস্তিতে আছি।" একইসঙ্গে তিনি বলেন, "আমাদের সিনেমা লাইন নিয়ে খারাপ খারাপ কথা বলা হয়। গসিপ ছাপা হয়। এবার একটু আমার পার্টিটা নিয়ে একটু গসিপ ছাপা হচ্ছে। এই পার্থক্যটা আছে।" তবে দল ও দলের নেতাদের নিয়ে গসিপ হলেও তিনি দলনেত্রীর সঙ্গেই রয়েছেন বলে স্পষ্ট জানান চিরঞ্জিৎ (Chiranjeet Chakraborty)। তাঁর কথায়, "দলের বেসিক লোকটা, মমতা বন্দ্যোপাধ্যায়কে পছন্দ করি, তাঁর নীতি আদর্শকে পছন্দ করি। তাই ১২ বছর দলের সঙ্গে চলে গেল। আরও চলবে।" একইসঙ্গে অনুব্রত মণ্ডলের 'চড়াম-চড়াম' শব্দবন্ধ নিয়ে বিরোধীরা যেভাবে তোপ দাগতে শুরু করেছে, এদিন তারও জবাব দেন চিরঞ্জিৎ। অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) গ্রেফতারির পর থেকেই চড়াম-চড়াম ঢাক বাজছে বলে রাজ্যের বিভিন্ন প্রান্তে উল্লাস-মিছিল বের করেছে BJP নেতৃবৃন্দ। তার পালটা জবাব দিয়ে এদিন বারাসতের বিধায়ক (Chiranjeet Chakraborty) বলেন, "BJP-র যারা চড়াম-চড়াম করে বাজাবে বলছে, তারা কী করে বাজাবে? একটা তো কাঠি রয়েছে। যারা এসেছিল কেন্দ্রীয় নেতৃত্ব, বর্গি-টর্গি- তারা তো সব পালিয়ে গিয়েছে। চড়াম-চড়াম বাজাবে কী করে?"
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/i4v9Wpd
via IFTTT
No comments:
Post a Comment