কোভিশিল্ডের বদলে অ্যামিকেসিন! ভুয়ো টিকা শরীরে কী ক্ষতি করতে পারে? - onlinewebsite24

Thursday, June 24, 2021

কোভিশিল্ডের বদলে অ্যামিকেসিন! ভুয়ো টিকা শরীরে কী ক্ষতি করতে পারে?

এই সময় ডিজিটাল ডেস্ক: কোভিড ভ্যাকসিনের বদলে অ্যামিকেসিন ! ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে এবার নয়া মোড়। বৃহস্পতিবার অভিযুক্ত দেবাঞ্জন দেবের অফিসে হানা দিয়েছিলেন কলকাতা পুলিশের গোয়েন্দারা। লালবাজার সূত্রে জানা গিয়েছে, সেখান থেকে অ্যামিকেসিন ইনজেকশনের একাধিক ভায়াল মিলেছে। এছাড়াও ওই অফিস থেকে উদ্ধার হয়েছে কোভিশিল্ডের ভুয়ো লেবেল। পাশাপাশি কয়েকটি অ্যামিকেসিনের ভায়ালের উপর ভুয়ো লেবেল লাগানো ভায়ালও মিলেছে। ফলত এটা পরিস্কার যে কোভিশিল্ডের নামে অ্যামিকেসিন ই দেওয়া হচ্ছিল ওই বেআইনি টিকাকেন্দ্রে। এবারে প্রশ্ন, কোভিশিল্ডের বদলে অ্যামিকেসিন দেওয়ায় কী সমস্যা হতে পারে? এ প্রসঙ্গে NRS হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, 'অ্যামিকেসিন সাধারণত অ্যান্টি বায়োটিক হিসেবে ব্যবহার করি আমরা। অন্যান্য অ্যান্টি বায়োটিকের মতো এই ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও অনেক নিয়ম মেনেই চলতে হয়। কারও কিডনির সমস্যা থাকলে কোনওভাবেই ওই ইনজেকশন দেওয়া যায় না। তাতে কিডনি আরও খারাপ হয়ে যেতে পারে। এছাড়াও ওই ওষুধের প্রভাবে কানের সমস্যা সহ একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে'। তবে তো ওষুধ দোকানে বিক্রি হয় না। তাহলে কোথা থেকে দেবাঞ্জন পেয়েছিলেন ওই ওষুধ? লালবাজার সূত্রে জানা গিয়েছে, স্থানীয় কোনও ওষুধ ব্যবসায়ীকে পুরসভার ভুয়ো অফিসার হিসেবে পরিচয় দিয়ে ওই ভায়াল সংগ্রহ করেছিল দেবাঞ্জন। এদিকে অভিযুক্তের কম্পিউটার থেকেও কোভিশিল্ডের ভুয়ো লেবেলের সফট কপি পেয়েছে পুলিশ। বিষয়টি যে জাল বুঝতে পারেননি গ্রহীতারা? কয়েকজন স্থানীয়ের সঙ্গে কথা বলে জানা যায়, ওই কেন্দ্রে টিকাদানের আগেই তৈরি করে রাখা হতো ইনজেকশন। ফলে সন্দেহ দানা বাঁধেনি গ্রহীতাদের মনে। প্রসঙ্গত, কসবার পাশাপাশি সিটি কলেজেও ভুয়ো IAS পরিচয় দিয়ে ভুয়ো টিকাকেন্দ্র চালানোর জন্য আর্মহার্স্ট স্ট্রিট থানাতেও অভিযোগ দায়ের হয়েছে দেবাঞ্জনের নামে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3h4x0Vk
via IFTTT

No comments:

Post a Comment