হাতে সময় আর মাত্র ২৪ ঘণ্টা, এখনই করুন CA পরীক্ষার আবেদন - onlinewebsite24

Monday, October 11, 2021

হাতে সময় আর মাত্র ২৪ ঘণ্টা, এখনই করুন CA পরীক্ষার আবেদন

এই সময় ডিজিটাল ডেস্ক: Institute of Chartered Accountants of India আয়োজিত CA পরীক্ষার আবেদন জমা করার সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিসেম্বর সেশনের পরীক্ষার আবেদন জমা করার ক্ষেত্রে এই বাড়তি সময়সীমা প্রদান করা হয়েছে পড়ুয়াদের। ফাইনাল, ইন্টারমেডিয়েট আইপিসি, ইন্টারমেডিয়েট, ফাউন্ডেশন ও পোস্ট কোয়ালিফিকেশন কোর্সের জন্য এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। প্রার্থীরা ICAI-এর সরকারি ওয়েবসাইট .org-তে গিয়ে তাঁদের আবেদন জমা করতে পারবেন। করোনা অতিমারীর কারণে পরীক্ষার্থীদের সুবিধার্থে আগামী ১২ অক্টোবর পর্যন্ত আবেদনের বাড়তি সময়সীমা প্রদান করা হয়েছে পরীক্ষার্থীদের। ৬০০ টাকা লেট ফি জমা করে পরীক্ষার্থীরা নির্দিষ্ট দিনের মধ্যে এই পরীক্ষার জন্য তাঁদের আবেদন জমা করতে পারবেন। সম্প্রতি এক বিবৃতিতে ICAI-এর তরফে জানানো হয় যে করোনা অতিমারীর কারণে পরীক্ষার্থীরা যে সকল অসুবিধের সম্মুখিন হচ্ছেন, তা মাথায় রেখেই ফের এবার চার্টার্ড আকাউনট্যান্ট-এর ডিসেম্বরের পরীক্ষার অ্যাপ্লিকেশন উইন্ডো খোলা হচ্ছে। যে সকল প্রার্থীরা এখনও আবেদন জমা করেননি, তাঁদের কাছে এটাই শেষ সুযোগ। এরপর আর কোনও বাড়তি সময় প্রদান করা হবে না। তাই যে সকল পরীক্ষার্থী এখনও এই পরীক্ষার আবেদন জমা করেননি, তাঁদের আগামী ১২ অক্টোবরের মধ্যে আবেদন জমা করতে অনুরোধ করা হচ্ছে। কী ভাবে জমা করবেন আবেদন? আবেদন জমা করার জন্য প্রথমেই পরীক্ষার্থীদের ICAI-এর সরকারি ওয়েবসাইট icai.org-তে যেতে হবে। হোমপেজে 'Examination' অপশনে ক্লিক করতে হবে প্রার্থীদের। এরপর 'Candidate Portal'-এ লগইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। নিজের সব তথ্য এন্টার করুন ও ডকুমেন্ট আপলোড করুন। এরপর লেট অ্যাপ্লিকেশন ফি জমা করুন এরপর সাবমিট অপশনে গিয়ে আপনার আবেদনপত্রটি সাবমিট করুন ও একটি প্রিন্ট-আউট নিয়ে রেখে দিন। গত অগাস্ট মাসে ICAI CA পরীক্ষার দিনক্ষণ ঘোষণা করা হয়। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হতে চলেছে এই পরীক্ষা। চলবে আগামী ২০ ডিসেম্বর পর্যন্ত। আবেদন গ্রহণের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরেই অ্যাডমিট কার্ড প্রকাশ করা হবে।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3DAkTcr
via IFTTT

No comments:

Post a Comment