ফের ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৩.১ - onlinewebsite24

Sunday, June 20, 2021

ফের ভূমিকম্প! রিখটার স্কেলে তীব্রতা ৩.১

এই সময় ডিজিটাল ডেস্ক: দিন কয়েক আগেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল অসম রাজ্য সহ উত্তর পূর্ব ভারতের একটি বড় অংশ। রবিবার সকালেই আবার কেঁপে উঠল এই এলাকা। এদিন পরপর ভূ কম্পন অনুভুত হয় এবং রাজ্যে। ন্যাশনাল সেন্টার ফর সেসমলজি (National Centre for Seismology) জানিয়েছে, এদিন প্রথম অনুভূত হয় অরুণাচল প্রদেশের পাঙ্গিং (Pangin) এলাকায়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩.১। মাটি থেকে ১৭ কিলোমিটার নীচে এর উৎসস্থল। পাঙ্গিং-এর উত্তর – উত্তর পশ্চিমে ৯৫ কিলোমিটার দূরে এই ভূমিকম্প আঘাত হানে। এদিন অন্য ভূমিকম্পটি হয় মনিপুরের উকরুল (Ukrul) জেলাতে। সেখানে ৩.৬ মাত্রার কম্পন অনুভূত হয়েছে। মাটি থেকে প্রায় ৩০ কিলোমিটার নীচে এর উৎস এবং এই কম্পন শিউড়ির (Shirui) ২০ কিমি উত্তর পশ্চিমে আঘাত হানে। তবে পর পর এই দুটি কম্পন হলেও কোনও ক্ষয়ক্ষতি হয় নি বলেও জানানো হয়েছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2UbeHpG
via IFTTT

No comments:

Post a Comment