কালিয়াচক হত্যাকাণ্ড: ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ থেকেই বাবার সম্পত্তি হাতানোর চেষ্টা! - onlinewebsite24

Sunday, June 20, 2021

কালিয়াচক হত্যাকাণ্ড: ক্রিপ্টোকারেন্সির প্রতি আগ্রহ থেকেই বাবার সম্পত্তি হাতানোর চেষ্টা!

এই সময় ডিজিটাল ডেস্ক: ক্রিপ্টোকারেন্সিতে () আগ্রহ ছিল কালিয়াচক কাণ্ডে () অভিযুক্ত মহম্মদ আসিফের। এমনটাই জানাচ্ছেন অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) অনিশ সরকার। তাঁর কথায়, 'ডার্ক ওয়েবে () আসিফের গতিবিধি আমাদের নজরে রয়েছে। ক্রিপ্টোকারেন্সির প্রতি একটা আগ্রহ ছিল তার।' পাশাপাশি প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ইন্টারনেট জগতে এই ধরণের লেনদেনের জন্যই অর্থের প্রয়োজন পড়ত আসিফের। বাবার উপর টাকার জন্য প্রায়ই চাপ দিত সে। কার্যত সম্পত্তি হাতিয়ে নেওয়ার চেষ্টা করে। সেই থেকেই কি তবে খুনের পরিকল্পনা? রহস্য ক্রমশই ঘণীভূত হচ্ছে কালিয়াচকের নৃশংস হত্যাকাণ্ডের () ঘটনায়। এদিকে, ইতিমধ্যেই আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে আসিফের দুই বন্ধুকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে অস্ত্র মামলা রুজু হয়েছে। আদালতে পেশ করে তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হবে বলে খবর। একইসঙ্গে আসিফের ১৫ দিনের হেফাজত চেয়েছে পুলিশ। , ইথেরিয়াম, লাইটকয়েনের মতো ক্রিপ্টোকারেন্সির মাধ্যমেই আসিফ অনলাইনে এই অস্ত্রগুলি কিনেছিল কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। সব মিলিয়ে আসিফের যোগ আরও গভীর হচ্ছে এই হত্যার ঘটনায়। কী এই (Cryptocurrency)? ক্রিপ্টোকারেন্সি এক ধরনের সাংকেতিক মুদ্রা যার কোন বাস্তব রূপ নেই। এর অস্তিত্ব শুধু ইন্টারনেট জগতেই আছে। এটি ব্যবহার করে লেনদেন শুধু অনলাইনেই সম্ভব যার পুরো কার্যক্রম ক্রিপ্টগ্রাফি নামক একটি সুরক্ষিত প্রক্রিয়ায় সম্পন্ন হয়। ২০১৭ সাল থেকে এটি জনপ্রিয় হয়েছে। এতে তৃতীয় পক্ষের কোন নিয়ন্ত্রণ থাকে না। তাই কে কার কাছে এই ডিজিটাল মুদ্রা বিনিময় করছে তা অন্য কেউ জানতে পারে না। আবার পরিচয় গোপন রেখেও এটা দিয়ে লেনদেন করা যায়। তবে এর এনক্রিপটেড লেজার সব লেনদেনকে ঝুঁকিপূর্ণ হওয়া থেকে নিয়ন্ত্রণ করে। ক্রিপ্টোকারেন্সির ভ্যালুর উপর কোন দেশের সরকারেই হস্তক্ষেপ করার ক্ষমতা নেই। তাই পৃথিবীর অনেক দেশেই এ ডিজিটাল মুদ্রার উপর সে দেশের সরকারের নিষেধাজ্ঞা রয়েছে। সারা পৃথিবীতে প্রায় হাজারেরও উপরে সাংকেতিক মুদ্রা রয়েছে। এগুলোর মধ্যে রয়েছে। যেমন বিটকয়েন, ইথেরিয়াম, লাইটকয়েন, রিপল, মোনেরো, ড্যাশ, বাইটকয়েন, ডোজকয়েন ইত্যাদি। তবে এগুলোর মধ্যে বিটকয়েন সবচেয়ে পরিচিত। এদিকে, কালিয়াচকের নৃশংস হত্যাকাণ্ডের ( ) তদন্তে নেমে চোখ কপালে উঠছে তদন্তকারীদের। মালদার পুলিশ সুপার অলোক রাজোরিয়া ঘটনাস্থল পরিদর্শনের পর বলেন, 'কোল্ডড্রিঙ্কের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে পরিবারের পাঁচ সদস্যকে খাইয়েছিল আসিফ। এরপর ঠান্ডা মাথায় এক একজন সদস্যকে সুড়ঙ্গপথে জলের ট্যাঙ্কে এনে অচেতন অবস্থাতেই ফেলে দেয় সে। জলের ট্যাঙ্কে আগে থেকেই জল ভরে রেখেছিল সে।' নৃশংস এই হত্যাকাণ্ডের জাল কতদূর বিস্তৃত, তা জানতে ইতিমধ্যেই দফায় দফায় তাকে জেরা করছে পুলিশ। ইতিমধ্যেই চারজনের দেহ উদ্ধার হয় জলের ট্যাঙ্ক থেকে। ট্যাঙ্কের উপর মাটি ও বালি চাপা দেওয়া ছিল বলে জানা গিয়েছে। প্রত্যেকের মুখেই সেলোটেপ লাগানো ছিল। হাত-পাও বাঁধা ছিল তাঁদের। দেহগুলি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2UjYXRr
via IFTTT

No comments:

Post a Comment