প্যাকেজ ঘোষণা সত্ত্বেও মেলেনি সুবিধা, লালগড়ে আলোচনায় বসল প্রাক্তন মাওবাদীরা - onlinewebsite24

Sunday, July 11, 2021

প্যাকেজ ঘোষণা সত্ত্বেও মেলেনি সুবিধা, লালগড়ে আলোচনায় বসল প্রাক্তন মাওবাদীরা

এই সময় ডিজিটাল ডেস্ক: রবিরার সকালে লালগড়ের ঝাঁটিবনি মাঠে মিটিং করে বিনপুর ও লালগড় থানা এলাকার একাধিক প্রাক্তন মাওবাদীরা। সেখানে উপস্থিত ছিলেন কিষেণজির ছায়াসঙ্গী থেকে শুরু করে শশধর মাহাতোর স্কোয়াডের গুরুত্বপূর্ণ সদস্যরা । তাঁদের বিরুদ্ধে খুন, অস্ত্র আইন সহ একাধিক বেআইনি কার্যকলাপের অভিযোগ রয়েছে। সকলে জেলও খেটেছেন। তবে এই মুহূর্তে তাঁরা প্রত্যেকে জামিনে মুক্ত রয়েছেন। প্রাক্তন এই মাওবাদীদের বক্তব্য, 'মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো আমাদের মূলস্রোতে ফিরে আসার জন্য চাকরির প্যাকেজ ঘোষণা করেছিলেন। কিন্তু যে কোন দিন জেল খাটেনি তাকেও ওই প্যাকেজে সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে।' বিনপুর ও লালগড় থানার এরকম ৫০ জন এদিন একত্রিত বৈঠক করেন। উগরে দেন তাদের ক্ষোভ অসন্তোষ। জীবনের মূলস্রোতে ফিরে আসা , 'সমস্ত কাগজপত্র আমরা থানায় ও ডিআইবিতে জমা দিয়েছিলাম কিন্তু বাস্তবে কোন সুরাহা হয়নি। পনেরো দিনের মধ্যে কোন সুরাহা না হলে আমরা নবান্ন যাব। দিদিকে পুরো বিষয়টি জানাব।' পাশাপাশি এদিনের বৈঠক থেকে ছত্রধর মাহাতোকে মুক্তির দাবিও তোলা হয়। ভরত সরেন বলেন,‘আমরা বিভিন্ন মাওবাদী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে জেলও খেটেছি। দিদি বলেছিলেন শান্তি-শৃঙ্খলার জন্য প্যাকেজ ঘোষণা করেছিলেন। অনেকেই পেয়েছে এই প্যাকেজ। কিন্তু আমরা পাইনি। থানায় ডকুমেন্ট জমা দিয়েছি। কিন্তু কোন সুরাহা পাইনি। আমাদের কর্মীদের নিয়ে মিটিংয়ে বসেছিলাম। কি মাধ্যমে গেলে কি সুরাহা পাব সে জন্য।' এখানেই শেষ নয়, মূলস্রোতে ফিরে আসা প্রাক্তন এই মাওবাদীরা জানিয়েছেন, 'বীরবাহা হাঁসদার কাছে যাব ওখানে গিয়ে সুরাহা না হলে আমরা নবান্নে যাব দিদির সঙ্গে দেখা করতে। যাতে দিদি আমাদের দুঃখ-দুর্দশা বুঝতে পারেন। আমাদের দাবি ন্যায্য দাবি কিনা উনি বিচার করবেন। বিনপুর ও লালগড় থানা মিলে এরকম ১৭০ জন রয়েছে।’ দয়াল পাত্র বলেন, ‘দিদি ভোটের আগে যে প্যাকেজের কথা বলেছিলেন। আমাদের যারা কেস খেটে জেলে খেটেছে। দশ বছরের বেশি জেল খেটেছি। কিন্তু আমাদের অনেকে এখনও কাজ পাইনি। সে জন্য আজকে আমাদের মিটিং।’ কৃপাসিন্ধু মাইতির গলায় শোনা গেল একই সুর। তিনি বলেন,‘যারা সে রকম কেস নেই তারাই চাকরি পেয়েছে। কিন্তু যাঁরা সত্যিই সত্যিই মাওবাদী কেসে জেল খাটল তাদের চাকরি হচ্ছে না।’


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2UDH0gX
via IFTTT

No comments:

Post a Comment