টুর্নামেন্ট সেরা দোনারুমা, করোনা বিপর্যস্ত ইটালির মুখে জয়ের হাসি - onlinewebsite24

Sunday, July 11, 2021

টুর্নামেন্ট সেরা দোনারুমা, করোনা বিপর্যস্ত ইটালির মুখে জয়ের হাসি

এই সময় ডিজিটাল ডেস্ক : একটা সময় করোনা অতিমারির কারণে ইটালি কার্যত ঢাকা পড়ে গিয়েছিল মৃতদেহের ভিড়ে। প্রতিদিন হাজারে হাজারে মানুষের মৃত্যু আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছিল। জনমানবহীন এই দেশ ভুলে গিয়েছিল হাসতে। দেশের মানুষের মুখে আবারও সেই হাসি ফিরিয়ে দিল রবার্তো মানচিনি অ্যান্ড কোম্পানি। টাইব্রেকারে ইংল্যান্ডকে হারিয়ে ইটালি জিতল ইউরো কাপের শিরোপা। তবে এই জয়ের নায়ক যে তা কেউ আশা করি অস্বীকার করবেন না। একবারে নাটকীয় ফাইনাল বলতে যা বোঝায় আজ তেমনই একটা ম্যাচ উপহার দিল ইটালি এবং ইংল্যান্ড। ইউরো ২০২০-র অন্তিম ম্যাচে একের পর এক নাটক দেখল ওয়েম্বলি স্টেডিয়াম। দ্বিতীয় মিনিটেই লিউক শ'র গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু, ম্যাচের দ্বিতীয়ার্ধে বোনুচ্চির গোলে সমতা ফেরাল ইটালি। অতিরিক্ত সময়েও কোনও গোল করতে পারেননি। অবশেষে ম্যাচ গড়াল টাইব্রেকারে। জয়লাভ করল ইটালি। ম্যাচের ফলাফল ইটালি ১ (৩) এবং ইংল্যান্ড ১ (২)। ম্যাচের শেষে বোনুচ্চি ক্যামেরার সামনে এসে বলে গেলেন, 'ইটস গোয়িং টু রোম'। টাইব্রেকারে ইংল্যান্ডের জর্ডন স্যাঞ্চো এবং বুকায়ো সাকার নিশ্চিত দুটো পেনাল্টি শট সেভ করলেন ইটালির গোলরক্ষক দোনারুমা। আর ঠিক তারপরেই একটা কয়েক সেকেন্ডের সিনেম্যাটিক পজ। তারপরই নীল ঢেউ আছড়ে পড়ে ওয়েম্বলি স্টেডিয়ামে। ১৯৬৮ সালে শেষবার ইউরো কাপ জয় করেছিল ইটালি। ২০০০ এবং ২০১২ সালে আজুরিরা ফাইনালে উঠলেও, শেষপর্যন্ত জিততে পারেনি। আজ সেই প্রতীক্ষার অবসান হল। আজ টুর্নামেন্ট সেরা ফুটবলারের খেতাব দোনারুমার হাতেই তুলে দেওয়া হয়। এ নিয়ে কোনও সন্দেহ থাকতে পারে না যে তেকাঠির নিচে তিনি অনন্য সাধারণ পারফরম্যান্স করেছেন। আশা করা হচ্ছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যেই তিনি প্যারিস সেন্ট জার্মেইন ক্লাবে যোগ দেবেন। তবে তার আগে ইউরোর এই সাফল্য দোনারুমার আত্মবিশ্বাসকে যে অনেকটাই ওপরের দিকে রাখবে, তা চোখ বন্ধ করে বলা যেতে পারে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3e6H8MJ
via IFTTT

No comments:

Post a Comment