EURO CUP 2020 : অস্তমিত ব্রিটিশ সূর্য, মানচিনির হাত ধরে নবজাগরণ ইটালির - onlinewebsite24

Sunday, July 11, 2021

EURO CUP 2020 : অস্তমিত ব্রিটিশ সূর্য, মানচিনির হাত ধরে নবজাগরণ ইটালির

এই সময় ডিজিটাল ডেস্ক : একবারে নাটকীয় ফাইনাল। ইউরো ২০২০-র অন্তিম ম্যাচে একের পর এক নাটক দেখল ওয়েম্বলি স্টেডিয়াম। দ্বিতীয় মিনিটেই লিউক শ'র গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। কিন্তু, ম্যাচের দ্বিতীয়ার্ধে বোনুচ্চির গোলে সমতা ফেরাল ইটালি। অতিরিক্ত সময়েও কোনও গোল করতে পারেননি। অবশেষে ম্যাচ গড়াল টাইব্রেকারে। জয়লাভ করল ইটালি। ম্যাচের ফলাফল ইটালি ১ (৩) এবং ইংল্যান্ড ১ (২)। ম্যাচের শেষে বোনুচ্চি ক্যামেরার সামনে এসে বলে গেলেন, 'ইটস গোয়িং টু রোম'। খেলা শুরু হতে না হতেই ১-০ গোলে এগিয়ে যায় ইংল্যান্ড। ঘড়ির কাঁটা বলছে ম্যাচের বয়স তখন মাত্র ১ মিনিট ৫৭ সেকেন্ড। গোল করলেন লিউক শ। ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়াম বিস্ফোরিত হল সিংহের গর্জনে। মাঝমাঠ থেকে ট্রিপিয়ারের দিকে বলটা বাড়িয়ে ছিলেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন। ট্রিপিয়ার একবারে বাঁ দিক থেকে ক্রস করে বলটা ডান দিকে পাঠিয়ে দেন। ঠিক সেইসময় গোলের সামনে দাঁড়িয়ে ছিলেন লিউক। ইটালির গোলরক্ষক দোনারুমাকে পরাস্ত করতে তাঁর অবশ্য কোনও অসুবিধে হয়নি। এই প্রথম কোনও আন্তর্জাতিক ম্যাচে গোল করলেন লিউক শ। এই নিয়ে ইটালি দশমবার কোনও মেজর টুর্নামেন্টের ফাইনাল (ছ'বার বিশ্বকাপ এবং চারবার ইউরো) খেলতে নামছে। ইউরোপিয়ান দেশগুলোর মধ্যে একমাত্র জার্মানি (১৪) ইট্যালির থেকে বেশি ফাইনাল খেলেছে। ১৯৬৮ সালে ইটালি ইউরো কাপ জয় করেছিল। কিন্তু, ২০০০ এবং ২০১২ সালে তারা টুর্নামেন্টের ফাইনালে উঠেও শেষপর্যন্ত জিততে পারেনি। ফলে তারা যে পালটা আক্রমণ শানাবে সেটা খুবই স্বাভাবিক ছিল। ৬৭ মিনিটে ইটালির হয়ে সমতা ফেরালেন বোনুচ্চি। ইনসাইনের কর্নার কিক একেবারে ইংল্যানের গোলপোস্টের সামনে চলে এসেছিল। ভেরাত্তি হেড দিয়ে গোল করার চেষ্টা করেন। কিন্তু, বলটা গোলপোস্টে লেগে প্রতিহত হয়ে ফিরে আসছিল। ঠিক সেইসময় বোনুচ্চি একেবারে সামনেই ছিলেন। তিনি বলটাকে ঠিকঠাকভাবে একটু ঠেলে দিতেই স্কোরবোর্ড ১-১ গোলে জ্বলে ওঠে। নির্ধারিত সময়ের শেষে দুটো দলই ড্র করায়, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০২ মিনিটে দুরন্ত একটা সেভ করলেন ইংল্যান্ডের গোলরক্ষক জর্ডন পিকফোর্ড। দুরন্ত একটা ক্রস করেছিলেন ইনসাইন। বার্নাডেস্কি পা'টা ঠেকাতে পারলেই ইটালির গোল নিশ্চিত ছিল। কিন্তু, সেটা তিনি করতে পারলেন না। এমন সোনার সুযোগ কেউ করেন! অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুই দলই আক্রমণের ঝাঁঝ বাড়ালেও, শেষ পর্যন্ত গোলের দেখা মেলেনি। ম্যাচ গড়াল পেনাল্টি শুট আউটে : ইংল্যান্ড : হ্যারি কেন - গোল (১-১) হ্যারি মিগুয়ের - গোল (২-১) মার্কাস রাশফোর্ড - গোল পোস্ট (২-২) জর্ডন স্যাঞ্চো - গোল মিস (৩-২) বুকায়ো সাকা - গোল মিস (৩-২) ইটালি : ডমিনিকো ভেরাত্তি - গোল (১-০) বেলোউতি - গোল মিস (১-১) বোনুচ্চি - গোল (২-২) বার্নাডেস্কি - গোল (৩-২) জর্জিনিও - গোল মিস (৩-২)


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3r4KLIj
via IFTTT

No comments:

Post a Comment