
এই সময় ডিজিটাল ডেস্ক : পর্তুগালের তারকা ফুটবলার প্রথমবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে সোনার বুট জয় করলেন। আজ শেষ হল কোপা আমেরিকা ২০২০ টুর্নামেন্ট। ফাইনাল ম্যাচে জয়লাভ করল ইটালি। পর্তুগালের হয়ে গ্রুপ পর্বের প্রত্যেকটি ম্যাচেই গোল করেছিলেন রোনাল্ডো। হাঙ্গেরি এবং ফ্রান্সের বিরুদ্ধে তো তিনি জোড়া গোলও করেন। তবে শেষ ১৬ পর্বে বেলজিয়ামের কাছে ০-১ গোলে হেরে যেতে হয় পর্তুগালকে। এই ম্যাচে তিনি কোনও গোল করতে পারেননি। ইংল্যান্ড অধিনায়ক হ্যারিকেন চারটে গোল করেছিলেন। রোনাল্ডোকে টপকে যাওয়ার সুযোগ তাঁর কাছে ছিল। কিন্তু, ইটালির বিরুদ্ধে ফাইনাল ম্যাচে তিনি একটাও গোল করতে পারেননি। অবশেষে রোনাল্ডোর ঝুলিতেই এই পুরস্কার চলে আসে। অন্যদিকে এই টু্র্নামেন্টেই ইউরোর ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তকমা পেলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। তিনি এই টুর্নামেন্টে মোট ১৪টি গোল করেছেন। তবে আন্তর্জাতিক ম্যাচে রোনাল্ডো মোট ১০৯টি গোল করেছেন। ইরানের স্ট্রাইকার আলি দেইয়ের রেকর্ড তিনি ইতিমধ্যেই স্পর্শ করেছেন। ইউরো ২০২০ মরশুমে সর্বোচ্চ পাঁচ গোলদাতা :
ক্রমিক সংখ্যা | ফুটবলার | কত মিনিট খেলেছে | গোল সংখ্যা | অ্যাসিস্ট |
১. | ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (পর্তুগাল) | ৩৬০ | ৫ | ১ |
২. | প্যাট্রিক শিক (চেক প্রজাতন্ত্র) | ৪০৪ | ৫ | ০ |
৩. | করিম বেনজেমা (ফ্রান্স) | ৩৪৯ | ৪ | ০ |
৪. | এমিল ফোর্সবার্গ (সুইডেন) | ৩৭১ | ৪ | ০ |
৫. | রোমেলু লুকাকু (বেলজিয়াম) | ৪৪৪ | ৪ | ০ |
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3ARfn4v
via IFTTT
No comments:
Post a Comment