ভারত চক্রের পুজো বয়কটের ডাক শুভেন্দুর - onlinewebsite24

Sunday, October 10, 2021

ভারত চক্রের পুজো বয়কটের ডাক শুভেন্দুর

এই সময় ডিজিটাল ডেস্ক: 'যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁদের প্রত্যেকের দমদম পার্কের পুজো বয়কট করা উচিত', পঞ্চমীর সন্ধ্যায় কোলাঘাট ব্লকে একটি পুজোর উদ্বোধনে গিয়ে এমনই দাবি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি, দমদম পার্কের ভারত চক্র পুজো মণ্ডপটিকে উজবেকিস্তানের সঙ্গেও তুলনা করেন তিনি। পঞ্চমীতে পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের প্রয়াগ সার্বজনীন দুর্গোৎসব কমিটির উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রতিমার আবরণ উন্মোচনও করেন তিনি। তারপরই নাম না করে দমদম পার্কের পুজো মণ্ডপের প্রসঙ্গ টেনে মঞ্চ থেকেই বলেন, 'মায়ের কাছে নিজের মঙ্গল ও পরিবারের মঙ্গলার্থে একটাই প্রার্থনা করবেন, যাতে আমাদের দেশ তালিবানদের শাসনে না চলে যায়।' এদিন মঞ্চ থেকে নেমে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দমদমে পার্কের ভারত চক্রের পুজোটিকে সরাসরি উজবেকিস্তানের সঙ্গে তুলনা করে নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘অবিলম্বে ওই জুতো খোলা উচিত। আর যদি না খোলে, তাহলে যাঁরা সনাতন ধর্ম মানেন, তাঁদের প্রত্যেকের ওই পুজো বয়কট করা উচিত। গায়ের জোর দেখানোর দরকার নেই। মানুষই এর বিচার করবে।’ এদিন শুভেন্দুর সঙ্গে উপস্থিত ছিলেন BJP-র তমলুক সাংগঠনিক জেলার সভাপতি নবারুণ নায়েক, সহ-সভাপতি আশিষ মণ্ডল সহ দলের শীর্ষ নেতারা। দুর্গোৎসব কমিটির তরফে শুভেন্দু অধিকারী বেশ কয়েকজন দুঃস্থ মানুষের হাতে বস্ত্র এবং সনাতন ধর্মের প্রতীক শঙ্খ তুলে দেন। উল্লেখ্য, এ বছর দমদম পার্ক ভারত চক্রের পুজোয় কৃষক আন্দোলনের চিত্র তুলে ধরা হয়েছে। জুতো দিয়েই সাজানো হয়েছে মণ্ডপ। আর তা নিয়েই বিতর্ক তুঙ্গে। দেবী দুর্গাকে অপমান করার অভিযোগে শনিবারই সরব হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা। মণ্ডপে জুতোর প্রদর্শনী বন্ধ করার জন্য রাজ্যের মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের হস্তক্ষেপের দাবি তুলে টুইট করেছেন তিনি। দেবীর বোধন অর্থাৎ ষষ্ঠীর আগেই মণ্ডপ থেকে জুতো সরানোর দাবি জানিয়েছেন শুভেন্দু। তাঁর টুইট, ‘শিল্পের স্বাধীনতার নামে মা দুর্গাকে অপমান করা হয়েছে। এটা মেনে নেওয়া যায় না। মুখ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবের কাছে আমার আহ্বান, তাঁরা যেন এই বিষয়ে হস্তক্ষেপ করেন এবং দেবীর বোধনের আগেই যেন মণ্ডপ থেকে জুতো সরিয়ে নিতে আয়োজকদের বাধ্য করেন।’ যদিও পঞ্চমীর রাত পর্যন্ত ভারত চক্রের মণ্ডপসজ্জায় কোনও পরিবর্তন করা হয়নি।


from Bengali News: বাংলা সংবাদ, বাংলার আজকের খবর, Latest Bangla News, Breaking Bengali News, Latest Bengali News | Eisamay https://ift.tt/3BwpJqv
via IFTTT

No comments:

Post a Comment