শ্রীলঙ্কাকে হারিয়ে অনন্য় রেকর্ড রোহিতের মুকুটে - onlinewebsite24

Thursday, February 24, 2022

শ্রীলঙ্কাকে হারিয়ে অনন্য় রেকর্ড রোহিতের মুকুটে

এই সময় ডিজিটাল ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের শুরুটা জয় দিয়েই করল টিম ইন্ডিয়া। বৃহস্পতিবার লখনউতে প্রথম টি-২০ ম্যাচে লঙ্কানদের ৬২ রানের হারাল রোহিত অ্যান্ড কোম্পানি। ভারতের পাহাড় প্রমাণ রানের ধারে-কাছেও পৌঁছতে পারলেন না দাসুন শনকারা। দুর্ধর্ষ ব্যাটিং করলেন ভারতের দুই তরুণ ব্য়াটার শ্রেয়স আইয়ার এবং ঈশান কিষাণ। বলতে গেলে, তাঁরাই জয়ের ভিত তৈরি করে দেন। আর বাকি কাজটা করল টিম ইন্ডিয়ার বোলিং ডিপার্টমেন্ট। টিম ইন্ডিয়ার দুরন্ত পারফরম্যান্স ঘরের মাঠে সদ্য শেষ হওয়া সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে ওয়ান ডে ও টি টোয়েন্টি দুই ফরম্যাটেই হোয়াইটওয়াশ করেছে ভারত। যদিও ভারতের চিন্তা ছিল দলের মিডল অর্ডার নিয়ে। ভারতীয় দলে বিরাট কোহলি ও ঋষভ পন্থ বিশ্রামে ছিলেন। কিন্তু, শ্রেয়স আইয়ার ও তাঁদের অভাব টের পেতেই দিলেন না। এক নজরে দেখে নেওয়া যাক ম্যাচের ছবি শ্রীলঙ্কা ক্রিকেট দলের অধিনায়ক দাসুন শনকা বৃহস্পতিবার লখনউয়ে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন। প্রথম থেকে লক্ষ্যটা ছিল বড় রান করার। তাই শুরু থেকেই বিধ্বংসী মেজাজে ছিলেন দুই ওপেনার রোহিত এবং ঈশান দুজনেই। যদিও এদিন একটু বেশীই আক্রমণাত্মক ছিলেন ঈশান। ১১১ রানের ওপেনিং পার্টনারশিপ করেন তারা। ভারত যে বড় রানের দিকে হাঁটতে চলেছে, সেটা তখন থেকেই বেশ স্পষ্ট ছিল। রোহিত শর্মাকে থামতে হয় ৪৪ রানে। লাহিরু কুমারার বলে বোল্ড হয়ে তিনি ফিরে যান। এরপরই মাঠে আসেন শ্রেয়স আইয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে দুই তরুণ ক্রিকেটারের ঝড় শুরু মাঠে। ইশানের থেকেও তখন মাঠে আরও বেশী ভয়ঙ্কর শ্রেয়স আইয়ার। একের পর এক বলে বাউন্ডারি পার করে চলেছেন তিনি। সঙ্গে ইশান কিষাণও ছিলেন দুর্ধর্য ছন্দে । ২৮ বলে ৫৭ রানে অপরাজিত থাকলেন শ্রেয়স ।৫৬ বলে ৮৯ রানের ইনিংস খেলে ফিরতে হয় তাঁকে। তাঁর গোটা ইনিংসে রয়েছে ১০টি চার ও তিনটি ছয়। তবে শেষপর্যন্ত ক্রীজে টিকে ছিলেন শ্রেয়স আইয়ার। তাঁর ২৮ বলে ৫৬ রানের ঝোরো ইনিংসে ভর করে ১৯৯ রানে পৌঁছয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার কোনও লড়াই করতে পারেনি। যেটুকু লড়াই করার করলেন চরিথ আশালঙ্কা। তিনি কঠিন সময়ে হাফসেঞ্চুরি করলেও দলের পরাজয় আটকাতে পারেননি। দুটি করে উইকেট পেয়েছেন ভুবনেশ্বর কুমার ও ভেঙ্কটেশ আইয়ার। ম্যাাচের শেষে ঈশান কিষানের হাতে সেরার পুরস্কার তুলে দেওয়া হয়।


from Bengali News, Bangla News, বাংলা সংবাদ, বাংলা নিউজ, News in Bengali, কলকাতা বাংলা খবর - Ei Samay https://ift.tt/NrB3R2E
via IFTTT

No comments:

Post a Comment