ভারত পাকিস্তান ম্যাচ মানে গ্যালারি আলো করে উপস্থিত থাকবেন তারকারা। এমনটাই দেখা যায়। এই ম্যাচেও তার ব্যতিক্রম হয়নি। তারকার পাশাপাশি বোর্ড কর্তারাও উপস্থিত থাকেন। কিন্তু এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে দেখা গেল না সৌরভ গঙ্গোপাধ্যায়কে ()। প্রাক্তন ভারত অধিনায়ক ও BCCI প্রেসিডেন্ট সৌরভ যিনি বহু যুদ্ধের নায়ক তাঁর না থাকায় চর্চা শুরু হয়েছে। প্রায় প্রতি বড় ম্যাচেই হাজির থাকেন সৌরভ। গত বিশ্বকাপে তিনি উপস্থিত ছিলেন। এছাড়া দ্বিপাক্ষিক সিরিজগুলোতে তিনি হাজির থাকেন মাঠে। কিন্তু এশিয়া কাপের এই হাইভোল্টেজ ম্যাচে তিনি থাকলেন না কেন? তা নিয়ে প্রশ্ন তুলছেন সমর্থকরা। তাঁর বদলে বোর্ডের হয়ে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ। এছাড়া ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নাজমুল হাসান পাপন। যেখানে যান তার আপডেট তিনি সোশ্যাল মিডিয়ায় দিয়ে থাকেন। অতীতেও দিয়েছেন। কিন্তু এবার দেননি। তাঁর শরীর খারাপের কোনও খবরও নেই। এছাড়া বড় ম্যাচের আগে তিনি কোনও না কোনও মন্তব্য করেন, এবার সেটা করেননি। ফলে কী কারণে তিনি যাননি তা ভাবাচ্ছে সমর্থকদের। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে জোর চর্চা। কেউ কেউ মনে করছেন, ব্যক্তিগত কারণ। কেউ আবার এতে অন্য কারণ খুঁজে পাচ্ছেন। যদিও সরকারি বিবৃতি না আসা পর্যন্ত এব্যাপারে কেউই মুখ খুলতে নারাজ। সৌরভ হাজির না থাকলেও ভারতের দাপট অব্যাহত ছিল। ম্যাচে ভারতীয় বোলারদের দাপটে ১৪৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস। শেষ বলে ছয় মেরে ম্যাচ জেতান হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। হাড্ডাহাড্ডি লড়াইয়ে হার্দিক নার্ভ ধরে রাখেন। গত বড় ম্যাচে যেই হার্দিক জিরো ছিলেন, এবার সে হয়ে গেলেন হিরো। দুটো উইকেট আর ৬ মেরে ম্যাচ জেতালেন। ভারতের হয়ে একাই চারটে উইকেট নেন ভুবনেশ্বর কুমার। তাঁর মিডিয়াম পেসের কুপোকাত হয়ে যায় ফাস্ট বোলিং ভালো খেলা পাকিস্তানি দল। তিনটে উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর্শদীপ সিং নিয়েছেন ২টো উইকেট। ১টি উইকেট নেন আভেশ খান। চাহাল ও জাদেজা উইকেট পাননি। এক বল বাকি থাকতেই ১০ উইকেট হারায় পাকিস্তান। ফলে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত সঠিক হয়েছে রোহিতের। তরুণ পেসার আর্শদীপ সিং হাইভোল্টেজ ম্যাচে প্রথমবার নেমে ৩৩ রান দিয়ে নিলেন ২ উইকেট। ম্যাচের সেরা হলেন হার্দিক পান্ডিয়া।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/6ZXv1pB
via IFTTT
No comments:
Post a Comment