
দুর্নীতি কোনভাবে বরদাস্ত করা হবে না! রেশন ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠা মাত্রই তাঁকে সাসপেন্ড করল খাদ্য দফতর। শনিবার ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা। শালবাড়ি এলাকার রেশন গ্রাহকদের অভিযোগ, দুয়ারে রেশনের নাম করে টোকেন দিয়ে আসা হচ্ছে। কিন্তু তারপর আর রেশন দেওয়া হচ্ছে না। এই অভিযোগে এদিন প্রথমে রেশন দোকান বন্ধ করে বিক্ষোভ দেখায় এবং তারপর ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন গ্রাহকেরা। এই বিক্ষোভ-অবরোধের খবর পৌঁছয় ব্লক, জেলা প্রশাসন থেকে খাদ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারপরই ওই এলাকার রেশন ডিলারকে সাসপেন্ড করা হয়। এদিন ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকার রেশন ডিলারকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন খাদ্য দফতরেই ওই এলাকার এরিয়া ইনস্পেকটর মানিক দাস। তিনি বলেন, ধূপগুড়ির নতুন শালবাড়ি এলাকার রেশন দুর্নীতির ঘটনায় ডিলার অতীশ ঘোষকে এক বছরের জন্য সাসপেন্ড করা হয়েছে। খাদ্য দফতর থেকেই এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ধূপগুড়ির (Dhuguri) নতুন শালবাড়ি এলাকার বাসিন্দাদের রেশন নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ ছিল। এলাকাবাসীর অভিযোগ, অতীশ ঘোষের দোকান থেকে দিনের পর দিন কোনও রেশন মিলছে না। দুয়ারে রেশনের নাম করে টোকেন দিয়ে আসা হচ্ছে। কিন্তু তারপর আর রেশন দেওয়া হচ্ছে না। এই অভিযোগে এদিন এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে প্রথমে ওই রেশন দোকানে গিয়ে বিক্ষোভ দেখান এবং জোর করে দোকান বন্ধ করে দেন। তারপর এলাকাবাসী সোনা তলাহাট এলাকায় ধূপগুড়ি থেকে ফালাকাটাগামী ৩১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন। সকাল থেকে এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে ধূপগুড়ি ব্লকের শালবাড়ি এলাকা। গ্রাহকদের আরও অভিযোগ, যখন রেশন দেওয়া হতো, নিম্নমানের চাল দেওয়া হতো। ঘটনার প্রতিবাদে এর আগেও রেশন দোকানে গিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন স্থানীয় বাসিন্দারা। কিন্তু তারপরেও কাজ হয়নি। তাই এদিন ক্ষুব্ধ রেশন গ্রাহকেরা বাধ্য হয়েই রেশন দোকান বন্ধ করে দেন এবং জাতীয় সড়ক অবরোধ করেন। এদিকে, বিক্ষোভ-অবরোধের কথা জানতে পেরেই ঘটনাস্থলে ছুটে আসে ধূপগুড়ি থানার পুলিশ ও প্রশাসনিক আধিকেরিকেরা। তাঁরা গ্রাহকদের আগামী দিনে ঠিকমতো রেশন পাওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাস পাওয়ার পরই বিক্ষোভ-অবরোধ তুলে নেন ক্ষিপ্ত এলাকাবাসী। এদিকে রেশনন গ্রাহকদের বিক্ষোভ-জাতীয় সড়ক খবর পৌঁছয় ব্লক, জেলা প্রশাসন থেকে খাদ্য দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। তারপরই অভিযুক্ত রেশন ডিলারকে সাসপেন্ড করে খাদ্য দফতর। এদিন রাতে রেশন ডিলার অতীশ ঘোষকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেন শালবাড়ি এলাকার এরিয়া ইনস্পেকটর মানিক দাস।
from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/CLZ5Yz6
via IFTTT
No comments:
Post a Comment