বজ্রাঘাতে দুই জেলায় প্রাণ গেল ২ জনের - onlinewebsite24

Saturday, August 27, 2022

বজ্রাঘাতে দুই জেলায় প্রাণ গেল ২ জনের

সপ্তাহান্তের বিকালে ঘণ্টা খানেকের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিতে প্রাণ গেল ২ জনের। মালদা ও বাঁকুড়ায় ২ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে মালদার এক চাষি এবং বাঁকুড়ার এক শ্রমিক রয়েছেন। বজ্রাঘাতেই তাঁদের মৃত্যু হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনার সময় মালদার ওই চাষি জমিতে কাজ করছিলেন এবং জঙ্গলের ভিতরে মাটি কাটার কাজ করছিলেন বাঁকুড়ার ওই শ্রমিক। পরে তাঁদের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, মালদায় মৃত চাষির নাম ধনঞ্জয় মণ্ডল (৫০)। ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ধনঞ্জয় মণ্ডল বাড়ির কাছে পাটের জমিতে চাষের কাজ করতে গিয়েই বজ্রাঘাতে জখম হন। পরে তাঁকে হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি। অন্যদিকে, বাঁকুড়ায় মৃত শ্রমিকের নাম বাউল বাউরি (৪২)। বাঁকুড়া বড়জোড়া ব্লকের বাসিন্দা তিনি। বেলিয়াতোড় রেঞ্জের খাঁড়ারী পঞ্চায়েতে বনশোল জঙ্গলে মাটি কাটার কাজ করতে গিয়েই বজ্রাঘাতে তাঁর মৃত্যু হয়। দেহ দুটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, ইংরেজবাজার থানার লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা ধনঞ্জয় মণ্ডল এদিন বিকালে বাড়ির কাছেই পাটের জমিতে চাষের কাজ করছিলেন। হঠাৎ করেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়। তখনই বজ্রাঘাতে গুরুতর জখম হন ধনঞ্জয় মণ্ডল। কিছুক্ষণ পরে বৃষ্টি থামলে স্থানীয় বাসিন্দারা ধনঞ্জয়কে গুরুতর জখম অবস্থায় জমিতে পে থাকতে দেখেন। তারপর তাঁরাই তড়িঘড়ি ধনঞ্জয়কে উদ্ধার করে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। কিন্তু বাঁচানো যায়নি। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে দেখে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ধনঞ্জয় মণ্ডলের মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। অন্যদিকে, এদিন দুপুরে বাঁকুড়া বড়জোড়া ব্লকের বেলিয়াতোড় রেঞ্জের খাঁড়ারী পঞ্চায়েতে বনশোল জঙ্গলে এখন বন সৃজনের কাজ চলছে। ওই কাজে বেশ কিছু ঠিকা শ্রমিক নিয়োগ করা হয়েছে। বাউল বাউরি ঠিকা শ্রমিক হিসাবেই জঙ্গলে মাটি কাটার কাজ করেছিলেন। এদিন দুপুরে বড়জোড়ায় ব্যাপক বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলেও কাজ থামাননি বাউল বাউরি। তাঁর উপরই এসে পড়ে বজ্রপাত। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বড়জোড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/7Nw38u2
via IFTTT

No comments:

Post a Comment