এই সময় ডিজিটাল ডেস্ক: পাউডার গোলা জল নাকি অ্যামিকেসিন! মিমির শিরায় কী বইছে? বিষয়টি নিয়ে বেশ চিন্তায় পড়েছিলেন মিমি ভক্তরা। অভিনেত্রীর ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, শুক্রবারই তাঁর স্বাস্থ্যপরীক্ষা হবে। এই সময় ডিজিটালকে তাঁর আপ্তসহায়ক জানান, রক্তপরীক্ষা সহ একাধিক টেস্ট করানোর কথা রয়েছে অভিনেত্রীর। বাড়িতেই করানো হবে সমস্ত পরীক্ষা। জানা গিয়েছে, ভালো আছেন মিমি। আপাতত কোনও পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। তবে সাবধানের মার নেই! আর সেই কারণেই চিকিৎসকদের পরামর্শ মেনে সমস্ত পরীক্ষানিরীক্ষা করিয়ে নিতে চাইছেন অভিনেত্রী। এদিকে পুরসভার প্রাথমিক রিপোর্টে সামনে এসেছে চাঞ্চল্যকর তথ্য। কসবার ওই ভুয়ো টিকাকেন্দ্রে আদতে দেওয়াই হয়নি করোনা ভ্যাকসিন। টিকাকেন্দ্র থেকে ভ্যাকসিন নিয়েছিলেন খোদ সাংসদ-অভিনেত্রী মিমি চক্রবর্তীও ( )। এ নিয়ে ছড়িয়ে পড়া আতঙ্ক কমাতে নিজেই দিলেন ভিডিয়ো বার্তা। মিমি এদিন ভিডিয়োয় বলেন, 'আমি সুস্থ আছি। যাঁরা সেদিন ভ্যাকসিন নিয়েছি আমরা সবাই প্রতারিত। প্যানিক করবেন না। আমি যখন সুস্থ আছি আপনাদেরও কিছু হবে না'। একই সঙ্গে তিনি জানান, আধিকারিকদের সঙ্গে বলে জেনেছেন টিকা জাল হলেও তাতে কোনও ক্ষতিকারক কিছু ছিল না। অন্যদিকে, গোয়েন্দারা জানাচ্ছেন কোভিশিল্ডের নাম করে অ্যান্টি বায়োটিক অ্যামিকেসিন দেওয়া হয়েছিল। এ প্রসঙ্গে NRS হাসপাতালের অভিজ্ঞ চিকিৎসক উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, 'অ্যামিকেসিন সাধারণত অ্যান্টি বায়োটিক হিসেবে ব্যবহার করি আমরা। অন্যান্য অ্যান্টি বায়োটিকের মতো এই ওষুধ প্রয়োগের ক্ষেত্রেও অনেক নিয়ম মেনেই চলতে হয়। কারও কিডনির সমস্যা থাকলে কোনওভাবেই ওই ইনজেকশন দেওয়া যায় না। তাতে কিডনি আরও খারাপ হয়ে যেতে পারে। এছাড়াও ওই ওষুধের প্রভাবে কানের সমস্যা সহ একাধিক পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে'।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xHE6WC
via IFTTT
No comments:
Post a Comment