'পাগলা হাতি মাথা নাড়ে', রাজ্যপাল ধনখড়কে কটাক্ষ মদনের - onlinewebsite24

Thursday, June 24, 2021

'পাগলা হাতি মাথা নাড়ে', রাজ্যপাল ধনখড়কে কটাক্ষ মদনের

এই সময় ডিজিটাল ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনখড়কে তীব্র কটাক্ষ মদন মিত্রের। বালি বিধানসভা কেন্দ্রের একটি অনুষ্ঠানে বৃহস্পতিবার হাজির হয়েছিলেন কামারহাটির বিধায়ক। সেখানে রাজ্যপাল জগদীপ ধনখড়ের প্রসঙ্গে উঠতেই মদন মিত্র বলেন, 'রাজ্যপাল ও পরকীয়া নিয়ে যত কম কথা বলা যায়, তত ভাল'। এখানেই শেষ নয় রাজ্যপাল জগদীপ ধনখড়কে পরকীয়া ও লেবুর চাটনির সঙ্গে তুলনা করেন তিনি। অতিমারিতে বিধিনিষেধের তোয়াক্কা না করে মা বোনেদের যত খুশি ফুচকা খাও অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বালির বিনয় বাদল দীনেশ নগরে। সেখানেই প্রধান অতিথি হিসেবে হাজির ছিলেন কামারহাটির বিধায়ক। সংবাদমাধ্যমের তরফ থেকে রাজ্যপাল সম্বন্ধে প্রশ্ন করা হলেই তিনি বলেন, 'রাজ্যপাল আর পরকীয়া দুইয়ের মধ্যে অনেক মিল। বড়রা বলে না লেবুর চাটনি বেশি চটকাতে নেই। এই ক্ষেত্রেও তাই। রাজ্যপাল আর পরকীয়া হল সেই লেবুর চাটনি ও আমের আচার যা নিয়ে বেশি কথা বললেই ঝামেলা।' রাজ্যপাল জগদীপ ধনখড়ের সাম্প্রতিক কাজও মদন মিত্রের তোপের মুখে। রাজ্যপালের সক্রিয়তাকে কটাক্ষ করে তৃণমূল বিধায়ক বলেন,'রাজ্যপালকে দেখলে একটা ছড়া মনে পড়ে জল পড়ে পাতা নড়ে, পাগলা হাতি মাথা নাড়ে'। সম্প্রতি রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভূয়সী প্রশংসায় পঞ্চমুখ তথাগত রায়। টুইটে তিরস্কার-ভর্ৎসনাতেই অভ্যস্ত শিলংয়ের প্রাক্তন রাজ্যপালের মুখে এখন ধনখড় প্রশস্তি। বাংলার রাজ্যপালের সাম্প্রতিক পদক্ষেপগুলির উদাত্ত কণ্ঠে প্রশংসা করার সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় তাঁকে কুর্নিশ জানিয়েছেন BJP নেতা। এদিন টুইট করে তথাগত রায় লিখেছেন, 'আমি নিজেও ৫ বছর একটা রাজ্যের গর্ভনর ছিলাম। শিলংয়ে একবার ১০,০০০ উন্মত্ত জনতা আমাকে ঘিরে ফেলে রাজভবনে আগুন ধরাতে এসেছিল। সেই অবস্থাও সামলেছি কিন্ত জগদীপ ধনখড়জি যেভাবে রাজ্য সরকারের লাগাতার বিরোধিতা সত্ত্বেও অসাধারণ কাজ করছেন, তাতে তাঁকে কুর্নিশ জানাই।' ভোট পরবর্তী হিংসা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে সরব রাজ্যপাল জগদীপ ধনখড়।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2T72QJ0
via IFTTT

No comments:

Post a Comment