করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে প্রথম মৃত্যু দেশে - onlinewebsite24

Wednesday, June 23, 2021

করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে প্রথম মৃত্যু দেশে

এই সময় ডিজিটাল ডেস্ক: ভয় ধরাচ্ছে ()। এই প্রথম দেশে করোনার () এই নয়া প্রজাতিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল। মধ্যপ্রদেশে ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ঊজ্জয়ন এলাকায় এক মৃত মহিলাপ দেহের নমুনা পরীক্ষা করে দেখা গিয়েছে যে তিনি করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। উল্লেখ্য, মধ্যপ্রদেশে মোট পাঁচজনের শরীরে করোনার এই নয়া প্রজাতির হদিশ মিলেছে। জানা যাচ্ছে, গত ২৩ মে পতিদার হাসপাতালে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়। ভোপালের একটি ল্যাবের তাঁর দেহের নমুনা পাঠানো হয়েছিল। সেখানেই পরীক্ষা করে দেখা গিয়েছে যে, ওই মহিলা ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। দেশে কি তবে করোনার তৃতীয় ঢেউ () আছড়ে পড়ল? যেভাবে দেশে একের পর এক ডেল্টা প্লাস ভেরিয়েন্টে ( variant) আক্রান্তের সংখ্যা বাড়তে, তাতে সেই সম্ভাবনাই জোরালো হচ্ছে বলে মনে করা হচ্ছে। দেশে করোনার ডেল্টা প্লাস ভেরিয়েন্টে আক্রান্তের সংখ্যা ৪০ ছুঁয়েছে। দেশের বিভিন্ন রাজ্যে করোনার এই নয়া স্ট্রেন ছড়িয়ে পড়েছে। যা ঘিরে উদ্বেগ বাড়ছে। ভারত সরকারের তরফে জানানো হয়েছে, ডেল্টা প্লাস ভেরিয়েন্ট যথেষ্ট উদ্বেজনক। তার কারণ, করোনার এই নয়া প্রজাতিক আরও দ্রুত হারে সংক্রমণ ছড়াতে পারে। নয়টি দেশের মধ্যে ভারত অন্যতম, যেখানে ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। ভারত ছাড়াও আমেরিকা, ব্রিটেন, পর্তুগাল, সুইৎজারল্যান্ড, জাপান, পোল্যান্ড, নেপাল, চিন ও রাশিয়ায় মিলেছে এই ভেরিয়েন্ট। ডেল্টা প্লাস ভেরিয়েন্টের জন্যই কি তৃতীয় ঢেউ হবে? এই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সর্বত্র। করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ ঘটেছিল করোনার ডেল্টা ভেরিয়েন্টের জন্য।গত অক্টোবরে যার হদিশ মেলে দেশে। সম্প্রতি দ্বিতীয় ঢেউয়ের ভয়াবহতা কাটিয়ে ধীরে ধীরে সুস্থতার পথে এগোচ্ছে ভারত। আর তার মধ্যেই চিন্তা বাড়াচ্ছে ডেল্টা প্লাস ভেরিয়েন্ট। স্বাস্থ্য বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, করোনার এই নয়া প্রজাতির জেরে দেশে তৃতীয় ঢেউয়ের সম্ভাবনা রয়েছে। দেশের মধ্যে মহারাষ্ট্রে সবচেয়ে বেশি ডেল্টা প্লাস ভেরিয়েন্টের হদিশ মিলেছে। এছাড়া কেরালা, মধ্যপ্রদেশেও হদিশ মিলেছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ওই তিন রাজ্যকে সতর্ক করা হয়েছে।করোনা ভ্যাকসিন নিলেও কি ডেল্টা প্লাস ভেরিয়েন্টের কবলে পড়তে পারেন? বিশেষজ্ঞরা বলছেন, টিকা নিলেও সংক্রমণ এড়ানো যাবে না। তবে সংক্রমিত হলেও ঝুঁকি অনেকটাই কম থাকবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3w1BHVD
via IFTTT

No comments:

Post a Comment