মঙ্গলে কাচা যাবে জামা কাপড়! তৈরি হচ্ছে বিশেষ ওয়াশিং মেশিন - onlinewebsite24

Wednesday, June 23, 2021

মঙ্গলে কাচা যাবে জামা কাপড়! তৈরি হচ্ছে বিশেষ ওয়াশিং মেশিন

এই সময় ডিজিটাল ডেস্ক: মঙ্গলে রয়েছে প্রাণের হদিশ? এই প্রশ্নের উত্তর খুঁজতে মহাকাশে পাড়ি দিচ্ছেন গবেষকরা। মহাকাশে তাঁদের থাকতে হয় দিনের পর দিন। পরে থাকতে হয় বাসি জামাকাপড়। এবার তাই মহাকাশেই জামা কাপড় কাচার ব্যবস্থা করতে উদ্যোগী নাসা। রকেটে বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে কাপড় কাচার কোনও সুযোগ থাকে না। তাই একটি পোশাকেই তাঁদের থাকতে হয় বহুদিন। প্রতিদিন মহাকাশচারীরা ব্যায়াম করেন। ফলে তাঁদের পোশাক খুব অল্প সময়েই পরার অযোগ্য হয়ে ওঠে। প্রতি সপ্তাহে তাঁদের নতুন পোশাকের প্রয়োজন হয়। এমনিতে রকেটের ভেতরে জায়গা খুবই গুরুত্বপূর্ণ। সেখানে এবং ‘স্পেস সেন্টারে’ জল থাকে সীমিত। তাই জামা কাপড় কাচার কোনও জায়গা বা সুযোগ থাকে না। এবার পরিস্থিতির পরিবর্তন চাইছে নাসা। স্পেস সেন্টার গড়ে তোলা সম্ভব না হলে বা মঙ্গল গ্রহে কাপড় কাচা সম্ভব কিনা, সেই বিষয়ে গবেষণা চালাতে চায়ছে নাসা। আমেরিকা যুক্তরাষ্ট্রের মত আরও কিছু দেশ এবার চাঁদ এবং মঙ্গলগ্রহে ঘাঁটি গড়ার পরিকল্পনা করছে। বিশেষ ‘অ্যান্টি মাইক্রোবায়াল’ পোশাকের চিন্তা করেছে যদিও এটা স্থায়ী কোনো সমাধান নয়। তাই প্রক্টর অ্যান্ড গ্যাম্বল (P&G) সংস্থার সঙ্গে যৌথভাবে একটি বিশেষ ধরনের ডিটারজেন্ট তৈরি করা হচ্ছে যা এই বছরের শেষ দিকে ‘পরীক্ষামূলকভাবে’ হবে পাঠানো মহাকাশ স্টেশনে। প্রায় ছয় মাস ভরহীনতার পর এই ডিটারজেন্টের এনজাইম ও অন্যান্য উপকরণগুলো কতটা কাজ করে, নজর রাখা হবে সেই দিকেও। আগামী বছর মে মাসে কাপড়ের দাগ তোলার জন্য বিশেষ এক ধরনের পেন মহাকাশচারীদের কাছে পাঠানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। একইসঙ্গে তৈরি করা হচ্ছে মহাকাশে ব্যবহারযোগ্য ওয়াশিং মেশিন। বিশেষ ভাবে তৈরি এই ডিটারজেন্ট সেই ওয়াশিং মেশিনে খুব কম জল দিয়ে ব্যবহার করা যাবে।বিজ্ঞানীদের ধারণা, মহাকাশে এটা ঠিক মত ব্যবহার করা গেলে পৃথিবীর শুষ্ক অঞ্চলগুলোতেও তা বিশেষভাবে কার্যকর হবে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3d9Spez
via IFTTT

No comments:

Post a Comment