মিডিয়ার উপর বেজায় চটলেন ফ্যামিলি ম্যান Manoj Bajpayee! - onlinewebsite24

Wednesday, June 23, 2021

মিডিয়ার উপর বেজায় চটলেন ফ্যামিলি ম্যান Manoj Bajpayee!

এই সময় ডিজিটাল ডেস্ক: এই মুহূর্তে দেশের সবচেয়ে চর্চিত অভিনেতা Manoj Bajpayee। ওটিটি প্ল্যাটফর্মে সদ্য মুক্তি পাওয়া তাঁর ওয়েব সিরিজ The Family Man 2-এর সাফল্যে উজ্জ্বল এই তারকাকে নিয়ে উত্‍সাহ ও কৌতূহলের কোনও শেষ নেই। একাধিক প্রশ্ন দর্শকের মনে। তারই মধ্যে অন্যতম এই সিরিজের জন্যে কত পারিশ্রমিক নিয়েছেন ? শোনা যাচ্ছে The Family Man Season 2-এর জন্যে নাকি তিনি ১০ কোটি টাকা নিয়েছিলেন। আসতে চলেছে The Family Man 3। তার আভাস সিরিজের শেষেই পাওয়া গিয়েছিল। জোর জল্পনা, নতুন সিজনের জন্যে নাকি ২০ কোটি টাকা চেয়েছেন। এই বিষয়ে অভিনেতাকে প্রশ্ন করা হলে তাঁর সোজা সাপটা উত্তর, ‘আপনাদের কোনও ধারণা আছে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এই সব খবর পড়তে আমার কেমন লাগে? কত পারিশ্রমিক পেয়েছি, কত নেব... আমি সত্যিই জানি না আপনারা পারিশ্রমিকের এই অঙ্কের কথা কোথা থেকে জেনে লেখেন, কারা আপনাদের এই তথ্য দেন। কিন্তু এই সবকিছুই ভীষণ অফেনসিভ।’ আরও পড়ুন: দেখনদারিতে এক্কেবারে বিশ্বাস করেননা অভিনেতা। স্পষ্ট তাঁর বক্তব্যেই, ‘আমি সেই সব মানুষের মতো নই যাঁরা তাঁদের পারিশ্রমিক, ইনভেস্টমেন্ট, সম্পত্তি নিয়ে হাটে বাজারে আলোচনা করতে ভালোবাসেন। এই সব তথ্য ভীষণই ব্যক্তিগত। এই নিয়ে আলোচনা করা আমার পক্ষে খুবই অস্বস্তিকর। আমি মিডিয়াকে অনুরোধ করব এই সব বিষয় নিয়ে কোনও স্পেকুলেশন করবেন না। বিশ্বাস করুন, আমি কত রোজগার করি, তা জানার কোনও উপায় আপনাদের কাছে নেই।’


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/2SsSAuA
via IFTTT

No comments:

Post a Comment