স্পেনের কারাগারে আত্মঘাতী অ্যান্টিভাইরাস স্রষ্টা জন ম্যাকাফি - onlinewebsite24

Wednesday, June 23, 2021

স্পেনের কারাগারে আত্মঘাতী অ্যান্টিভাইরাস স্রষ্টা জন ম্যাকাফি

এই সময় ডিজিটাল ডেস্ক: অ্যান্টিভাইরাস সফটওয়্যার এন্টারপ্রনার জন ম্যাকাফির () দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্পেনের একটি কারাগার থেকে জনের দেহ উদ্ধার করা হয়েছে। কর ফাঁকিতে অভিযুক্ত ম্যাকাফিকে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রত্যর্পণের অনুমোদন দিয়েছিল স্পেনের ন্যাশনাল কোর্ট। তারপরই স্পেনের কারাগারে তাঁর দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। ম্যাকঅ্যাফি আত্মঘাতী হয়েছেন বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। সংবাদসংস্থাকে তাঁর আইনজীবী দাবি করেছেন, কারাগারে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছেন ম্যাকাফি। বার্সেলোনার কাছে কারাগারের দুই রক্ষী ম্যাকাফিকে বাঁচানোর চেষ্টা করেছিলেন। কিন্তু, সেই চেষ্টা ব্যর্থ হয়। চিকিৎসকদের দল তাঁর মৃত্যু নিশ্চিত করেছে। পরে ম্যাকাফির লিগ্যাল টিমের এক সদস্য এই খবর নিশ্চিত করেন। উল্লেখ্য, ২০২০ সালের অক্টোবর মাসে স্পেনের বার্সেলোনা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয় জন ম্যাকাফিকে। কর না জমা দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অভিযোগ ওঠে, নিজের টাকা তাঁর কাছের মানুষদের বিভিন্ন অ্যাকাউন্টে জমা দিয়েছিলেন। ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত তিনি কর জমা দেননি বলে অভিযোগ ওঠে।বিভিন্ন সম্পত্তি আড়াল করারও অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। প্রযুক্তি ক্ষেত্রে ম্যাকাফি চর্চিত নাম। আশির দশকে ম্যাকঅ্যাফি ভাইরাসস্ক্যান নামে প্রথম বাণিজ্যিক অ্যান্টিভাইরাস সফটওয়্যার বাজারে আসে। পরে তাঁর ব্যবসা ফুলে-ফেঁপে ওঠে। যদিও পরে সেই ব্যবসা ইনটেল কোম্পানির কাছে বিক্রি করে দেন তিনি। কর দেওয়ার বিষয়টি কখনও বৈধ হিসেবে মেনে নেননি তিনি। ২০১৬ ও ২০২০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন তিনি।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wWiNAz
via IFTTT

No comments:

Post a Comment