গোলাপি চাদরে ঢাকা বেবি বাম্প! গোপন কথাটি গোপনে রাখতে চান না নুসরত? - onlinewebsite24

Sunday, June 20, 2021

গোলাপি চাদরে ঢাকা বেবি বাম্প! গোপন কথাটি গোপনে রাখতে চান না নুসরত?

এই সময় ডিজিটাল ডেস্ক: গোপন কথাটি রবে না গোপনে... এতো ঢাক গুড় গুড় জল্পনা কল্পনা দূরে সরিয়ে এবার নিজেই বেবি বাম্পের ছবি দিলেন সোশ্যাল মিডিয়ায়। সঙ্গে বিশেষ বার্তা, 'উদারতা সব বদলে দেয়'। রোদ ঝলমলে চেহারায় গোলাপি চাদরে ঢাকা ইষৎ স্ফীত পেট। দুই হাতে আগলে রাখতে চান যেন আগত সন্তানকে। বিতর্কের ছাপিয়ে তাঁর চেহারায় মাতৃত্বের 'গ্লো'। নুসরতের বিশ্বাস একদিন উদারতাই সব বদলে দেবে সেই বার্তাই তাঁর ছবির ক্যাপশন। সন্তানের বাবা কে, নিখিল জৈনের সঙ্গে তাঁর সম্পর্কের সংজ্ঞা নিয়ে শত ট্রোলিংয়ের মাঝেই বিন্দাস নুসরত উপভোগ করছেন তাঁর মাতৃত্ব। তাঁর সম্পর্ক, তাঁর মাতৃত্ব, অভিনেত্রী-সাংসদের জীবন এই মুহূর্তে মিম ক্রিয়েটারদের প্রিয় বিষয়। এমনকী তাঁর সোশ্যাল পোস্টও ট্রোলার্সদের তীক্ষ্ণ কমেন্ট থেকে রক্ষা পায়নি। সেখানেও পড়েছে ট্যাঁরা, ব্যাঁকা মন্তব্য। কেউ জিজ্ঞেস করেন, 'বাচ্চাটা কার?' তো কেউ আবার বলেন,'অকৃতজ্ঞ হয়ে কী পেলেন?' কারও আবার প্রশ্ন, 'আপনার মধ্যে কোন ধরনের উদারতা আছে?' হাজার বিতর্কের মাঝে নুসরত যেন দিন প্রতিদিন আরও দৃঢ় হচ্ছেন। যশ দাশগুপ্ত, নিখিল জৈন, তাঁর মাতৃত্বের জল্পনা, সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোড়ন ফেলেছেন এই নায়িকা। সমালোচনার শিকারও হচ্ছেন তিনি। কিন্তু এই সমালোচনা তাঁকে দমাতে পারেনি, সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে একটি পোস্ট দিয়ে তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নায়িকা। পোস্টে নুসরত লেখেন, 'সকলেই নারীকে শক্তিশালী দেখতে চান। কিন্তু যখন তিনি সত্যিই শক্তিশালী হয়ে ওঠেন, তখন তাঁকে বিভিন্ন তকমার সম্মুখীন হতে হয়। কিন্তু এখনেই শক্তিশালী মহিলার পরিচিতি পায়। তাঁকে দমানোর চেষ্টা করা হলেও সে কারওর কথা শুনবে না।'


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3xNG8EP
via IFTTT

No comments:

Post a Comment