এইসময় ডিজিটাল ডেস্ক : নির্দিষ্ট সময়ে শুরু হচ্ছে না বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় দিনের খেলা। আজ সকালেও সাউদাম্পটনে ঝিরঝিরে বৃষ্টি হয়েছে। সেকারণে আউট ফিল্ড একেবারে ভিজে রয়েছে। আপাতত মাঠ শুকানোর কাজ চলছে জোর কদমে। সেকারণেই খেলা কিছুটা দেরিতে শুরু হবে বলে জানিয়েছেন ম্যাচ আধিকারিকরা। তবে কতক্ষণে এই কাজ শেষ হবে, সেব্যাপারে এখনই নির্দিষ্টভাবে কিছু জানা যায়নি। তবে কি আরও একটা দিন হতাশায় ডুবতে চলেছে? সেটা আপাতত সময়ই বলবে। এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিন আবহাওয়া মোটামুটি ঠিকঠাকই ছিল। নির্দিষ্ট সময়েই শুরু হয়ে যায় খেলা। প্রথম দুটো সেশনে খুব একটা বেশি ঝক্কি পোয়াতে হয়নি। তবে খারাপ আলোর কারণে চা-পানের বিরতি একটু তাড়াতাড়িই নিয়ে নেওয়া হয়েছিল। এরপর তৃতীয় সেশনে আরও ১০ ওভার খেলার কথা ছিল। কিন্তু, বৃষ্টি এবং খারাপ আলোর কারণে সেটা আর সম্ভব হয়নি। তবে এই বৃষ্টির কারণেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম দিন একটাও বল খেলা যায়নি। সেকারণে দ্বিতীয় দিনই টস করতে হয়। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন টসে জিতে গতকাল প্রথমে বল করার সিদ্ধান্ত নেন। দিনের শেষে ৪৪ রানে ব্যাট করছেন বিরাট কোহলি। অন্যদিকে তাঁর ডেপুটি অজিঙ্কা রাহানে ২৯ রানে ব্যাট করছেন। ব্রিটেনের আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে সাউদাম্পটনে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তবে সকাল ৮টার পর থেকে আকাশ মেঘলা হয়ে থাকলেও, বৃষ্টি হবে না বলেই জানানো হয়েছিল। আপাতত বৃষ্টি না হলেও, কখন যে মাঠের জল শুকোবে, সেই ব্যাপারে কেউই সদুত্তর দিতে পারছেন না।
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gJOuq1
via IFTTT
No comments:
Post a Comment