এই সময় ডিজিটাল ডেস্ক: কিছুদিন আগেই উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে ঘোষণা করার দাবি জানিয়েছিলেন BJP সাংসদ জন বার্লা। এবার এই প্রসঙ্গে বিস্ফোরক দাবি করলেন রাজ্য BJP সভাপতি দিলীপ ঘোষ। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে একটি দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়ে তিনি বলেন, 'উত্তরবঙ্গের মানুষ দীর্ঘ দিন ধরে বঞ্চিত। BJP বাংলাকে অবিভক্ত রাখতে চায়। কিন্তু একসময় পাকিস্তানের অত্যাচারে পূর্ব পাকিস্তানকে আলাদা হয়ে যেতে হয়েছিল। বর্তমান সরকার পাকিস্তানের মতো করেই অপশাসন চালাচ্ছে।' বিতর্কের সূত্রপাত BJP সাংসদ জন বার্লার একটি মন্তব্যকে কেন্দ্র করে। তিনি জানান, উত্তরবঙ্গকে আলাদা রাজ্য হিসেবে দেখতে চাই। এই প্রসঙ্গে দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে আবেদন জানাব। এই মন্তব্যে কার্যত তোলপাড় গোটা রাজ্য। এবার বার্লার মন্তব্যের পাশে না দাঁড়ালেও তাঁকে সমর্থন করতে শোনা গেল দিলীপ ঘোষকে। তিনি বলেছেন, 'দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত। এখানে সরকার এইএমস করতে দেয়নি। কাজের জন্য উত্তরবঙ্গের মানুষকে চলে যেতে হয় অসমে। BJP পশ্চিমবঙ্গকে এক রাখতে চায়। কিন্তু রাজ্য সরকার অপশাসন করছে। বাংলাকে এক রেখেই পরিবর্তন করতে চায় BJP। এদিকে, পশ্চিমবঙ্গ প্রশাসনকে পাকিস্তানের সঙ্গে তুলনা করায় ক্ষুব্ধ তৃণমূল নেতারা। শাসক দলের এক নেতার কথায়, অযোগ্য ব্যক্তি, অযোগ্য দল। নিজেদের ব্যর্থতার দায় ঢাকতে বাংলাকে ভাগ করতে চায়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতে কোনওদিন তা সম্ভব হবে না। অন্যদিকে, এদিন দলবদলুদের প্রসঙ্গে বলেন, 'অনেকে BJP জিতবে বলে দলে এসেছিলেন। দলে মানিয়ে নিতে পারছেন না। তাঁরা চলে যেতেই পারেন।' এদিন রাজ্যপাল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, 'তৃণমূল কংগ্রেস রাজ্যপাল ফোবিয়ায় ভুগছেন। তিনি যা করছেন রাজ্যবাসীর ভালোর জন্য করছেন।'
from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gFvTwg
via IFTTT
No comments:
Post a Comment