মুখ খুলতেই হামলা! কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে FIR স্ত্রী পিঙ্কির - onlinewebsite24

Sunday, June 20, 2021

মুখ খুলতেই হামলা! কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে FIR স্ত্রী পিঙ্কির

এই সময় ডিজিটাল ডেস্ক: সংবাদমাধ্যমে মুখ খুলতেই আক্রমণ পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের উপর! চাঞ্চল্যকর অভিযোগ অভিনেতা-বিধায়ক কাঞ্চন মল্লিকের স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের। স্বামী ও তাঁর বান্ধবী শ্রীময়ী চট্টরাজের বিরুদ্ধে ইতিমধ্যে নিউ আলিপুর থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। গতকাল এই সময় ডিজিটালে প্রথম মুখ খোলেন কাঞ্চনের স্ত্রী পিঙ্কি। অভিযোগ তোলেন, ‘স্বামী কাঞ্চন তাঁদের সন্তানের খোঁজ খবর পর্যন্ত নেন না’। পিঙ্কি বলেন, ‘ওই প্রতিবেদন প্রকাশ হওয়ার পর গত রাতে চেতলার কাছে রাস্তায় গাড়ি থামিয়ে আমার উপর হামলা করেন কাঞ্চন ও শ্রীময়ী। সংবাদমাধ্যমে মুখ খোলায় আমায় হুমকি দেন তাঁরা।’ পিঙ্কি জানান, সেই সময় সঙ্গে ছিল তাঁদের আট বছরের পুত্র সন্তান। তার সামনেই দু’পক্ষের বাকবিতণ্ডা চলে বলে অভিযোগ। পিঙ্কি বলেন, ‘ঠাকুমা সাবিত্রী চট্টোপাধ্যায়ের বাড়ি থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় আমার পথ আটকায় কাঞ্চন ও শ্রীময়ী। ওঁকে যাতে কেউ চিনতে না পারে তাই মাস্ক পরে বড় ছাতা নিয়ে এসেছিল’। শুধু স্বামী কাঞ্চন নয়, শ্রীময়ীর বিরুদ্ধেও হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন পিঙ্কি। তাঁর কথায়, ‘পিঙ্কি আমাকে উদ্দেশ্য করে বলে, কার লেজে পা দিয়েছে জানে না!’ পুরো ঘটনাটি তিনি ভিডিয়ো করে রেখেছেন বলে জানিয়েছেন। প্রয়োজনে তদন্তকারীদের হাতে তা তুলে দিতে চান পিঙ্কি। এই বিষয়ে প্রতিক্রিয়ার জন্য এই সময় ডিজিটালের তরফ থেকে ফোন করা হলে পাওয়া যায়নি অভিনেতা কাঞ্চন মল্লিককে। জবাব দেননি হোয়াটসঅ্যাপ ও টেক্সট মেসেজের। গতকাল এই সময় ডিজিটালকে পিঙ্কি বলেন, ‘দু’জন প্রাপ্তবয়স্ক মানুষ প্রেম করবেন তা তাঁদের ব্যক্তিগত বিষয়, কিন্তু অনুরোধ, বিয়েটাকে যেন বেড়া হিসেবে ব্যবহার না করা হয়’। তিনি আরও বলেন, ‘বিগত আট- নয় বছর স্বামীকে নিয়ে কখনও কিছু বলিনি। তবে এখন আমার ধৈর্যের বাঁধ ভেঙেছে’। একের পর এক বিচ্ছেদের খবরে জমজমাট টালিগঞ্জ। তার মধ্যে পিঙ্কি পুলিশের দ্বারস্থ হওয়ায় ‘পতি পত্নি অউর উহ’ সমীকরণ নয়া মাত্রা পেল বলে মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3wHgfGk
via IFTTT

No comments:

Post a Comment