জ্ঞানেশ্বরীর ঘটনায় 'মৃত'কে তলব CBI-র - onlinewebsite24

Sunday, June 20, 2021

জ্ঞানেশ্বরীর ঘটনায় 'মৃত'কে তলব CBI-র

এই সময় ডিজিটাল ডেস্ক: জ্ঞানেশ্বরীর ঘটনায় 'মৃত' ব্যক্তিকে এবার তলব করল CBI। রবিবার অমৃতাভ চৌধুরী এবং তার বাবা মিহির কুমার চৌধুরীকে তলব করা হয়েছে নিজাম প্যালেসে। জীবিত থাকা সত্ত্বেও ছেলেকে মৃত দেখিয়ে চাকরি সরকারি চাকরি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। জানা গিয়েছে, রেলকে প্রতারণা করা নিয়েই তাকে সওয়াল করা হবে। এদিকে অমৃতাভর জোড়াবাগানের প্রতিবেশীদের সঙ্গেও কথা বলবে , এমনটাই জানা গিয়েছে। প্রসঙ্গত, ১০ বছর পর শনিবার হঠাৎই জীবিত হয়ে উঠেছিলেন ‘মৃত’ অমৃতাভ। খাতায় কলমে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল তাঁর। এরপর সরকারি ক্ষতিপূরণ এবং চাকরি ভোগ করছিল তার পরিবার। এক দশক পর বেরিয়ে এল আসল সত্য। শনিবার কলকাতার জোড়াবাগান থেকে গ্রেফতার করা হয় ওই ব্যক্তিকে। ঘটনাটি ঠিক কী? ২০১০ সালে ২৮ মে জ্ঞানেশ্বরী এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত্যু হয় প্রায় ১৫০ জনের। মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং সরকারি চাকরি দেওয়ার কথা ঘোষণা করা হয়। এক্ষেত্রে মৃতদের ডেথ সার্টিফিকেট দেওয়া বাধ্যতামূলক বলে ঘোষণা করা হয়। আর এখনেই প্রতারণা করেন অমৃতাভ চৌধুরী নামে এক ব্যক্তি। দুর্ঘটনার দিন তিনি জ্ঞানেশ্বরী এক্সপ্রেসে উপস্থিত থাকলেও তার মৃত্যু হয়নি। কিন্তু নিজের মৃত্যুর ভুয়ো তথ্য সরকারি দফতরে জমা করে সে। তার পরিবার সরকারি আর্থিক সাহায্যের ৪ লাখ টাকা এবং তার বোন রেলে একটি চাকরি পান। প্রায় ১১ বছর পরে অডিটে এই বিষয়টি ধরা পড়ে। ঘটনাটির বিষয়ে অভিযোগ দায়ের করা হয় CBI-এর দুর্নীতি দমন শাখায়। সেইমতোই চলছিল তদন্ত। গোয়ান্দারা শুক্রবার জোড়াবাগানে অমৃতাভ চৌধুরীর বাড়িতে হানা দেন। কিন্তু সেদিন ধরা যায়নি অভিযুক্তকে। এরপর গতকাল রাতে তার বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করেন গোয়ান্দারা। এরপর শনিবার কলকাতার জোড়াবাগান এলাকা থেকে অমিতাভকে গ্রেফতার করা হয়। যেভাবে এই প্রতারণার ষড়যন্ত্র করা হয়েছিল, তা দেখে চমকে উঠছেন গোয়েন্দারা। কীভাবে ভুয়ো ডেথ সার্টিফিকেট বার করল অমৃতাভ, ১০ বছর নিজেকেই বা সে কীভাবে লুকিয়ে রাখল সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।


from Bangla News: বেঙ্গলি খবর, Latest News in Bengali, Breaking News In Bengali, সর্বশেষ সংবাদ | Eisamay https://ift.tt/3gDiQeR
via IFTTT

No comments:

Post a Comment