'এক পরিবার এক টিকিট!' ঐতিহাসিক সিদ্ধান্তের পথে কংগ্রেস - onlinewebsite24

Tuesday, May 10, 2022

'এক পরিবার এক টিকিট!' ঐতিহাসিক সিদ্ধান্তের পথে কংগ্রেস

পরিবারতন্ত্র। কংগ্রেসকে () কটাক্ষ করতে এই শব্দবন্ধটিই বারবার ব্যবহার করে এসেছেন গেরুয়া শিবিরের নেতা-মন্ত্রীরা। মোদী-শাহের (Narendra Modi-Amit Shah) মুখে একাধিকবার শোনা গিয়েছে এই শব্দবন্ধ। রাহুল () কিংবা প্রিয়াঙ্কা গান্ধীকে () আক্রমণ করতেও এই অস্ত্রকেই কাজে লাগিয়েছেন তাঁরা। কিন্তু, এবার সব প্রশ্নের জবাব দিতে প্রস্তুত হাত শিবির। দীর্ঘদিনের ট্র্যাডিশন ভেঙে কংগ্রেসে এবার '!' ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে এমনই সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছে কংগ্রেস। অপেক্ষা কেবল হাইকমান্ডের সিলমোহরের। বিষয়টি ঠিক কী? তবে কি এবার রায়বেরিলি থেকে () ভোটে লড়বেন না? কিংবা আমেঠী থেকে দাঁড়ালে উত্তরপ্রদেশ থেকে আর টিকিট পাবেন না প্রিয়াঙ্কা? সূত্রের খবর, এমনই ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে চলেছে দল। শুক্রবার থেকে রাজস্থানে অনুষ্ঠিত হবে কংগ্রেসের চিন্তন শিবির। আর সেখানেই এই 'এক পরিবার এক টিকিট' নীতি অনুমোদন করেত চলেছেন সোনিয়া গান্ধী। তবে কি গান্ধী পরিবারও এই তালিকায় থাকবেন? সেদিকেই নজর গোটা দেশের। BJP-র হাতে আর সমালোচনার কোনও অস্ত্র তুলে দিতে নারাজ হাইকমান্ড। ফলে হাত শিবিরের অন্দরমহলে আসতে চলেছে একাধিক পরিবর্তন এবং নতুন সিদ্ধান্ত। ইতিমধ্যেই 'এক ব্যক্তি এক পদ' নীতি চালু হয়ে গিয়েছে কংগ্রেসে। যে কারণে মধ্যপ্রদেশের বিরোধী দলনেতার পদ ছেড়ে দিয়েছে প্রবীণ নেতা কমলনাথ। এবার কি তবে 'এক পরিবার এক টিকিট'ও কার্যকরী হতে চলেছে খুব শীঘ্রই। সূত্রের খবর, প্রশান্ত কিশোরের সঙ্গে বৈঠকের সময় ভোটকুশলীর তরফে এই পরামর্শ দেওয়া হয়েছিল গান্ধী পরিবারকে। অন্যদিকে, নির্বাচনে দলকে জেতাতে হলে একমাত্র উপায় হল সংগঠনকে মজবুত রাখা এবং দলের জন্য লড়াই করা। দলের সমস্ত স্তরের নেতাকর্মীদেরই এক হয়ে লড়াইয়ের ময়দানে নামতে হবে। একমাত্র তবেই দলীয় প্রার্থীরা ভোটের ময়দানে সফল হবেন। তিনদিনের চিন্তন শিবিরের ( ) আগেই এই বার্তা দিয়েছেন কংগ্রেসের ( ) অন্তর্বর্তী সভানেত্রী ( )। দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে সনিয়া বলেন, আত্মসমালোচনা দরকার। কিন্তু, তা অবশ্যই গঠনমূলক হতে হবে। কখনই এমনভাবে আত্মসমালোচনা করা উচিত নয়, যাতে দলীয় সদস্যদের মনোবলই ভেঙে যায় এবং তাঁরা লড়াইয়ের ইচ্ছা হারিয়ে ফেলেন।


from Bengali News, Bangla News Live, আজকের বাংলা খবর, Current News in Bengali, বাংলা নিউজ, কলকাতা বাংলা খবর - এই সময় https://ift.tt/3J6nquG
via IFTTT

No comments:

Post a Comment